তিন মাসের বাড়িভাড়া বাকি, পরিবারকে বার করে দেওয়া হয় বাড়ি থেকে… অতীতের স্মৃতিচারণায় অনুপম খের। বলিউডের অন্যতম নামজাদা অভিনেতা তিনি। তবে এত দীর্ঘ যাত্রাপথ মোটেই ছিল না মসৃণ। ১৯৮৩ সালে মুম্বইয়ে পরিবারের সঙ্গে ভাড়াবাড়িতে থাকতেন অনুপম। তখন কাজের খোঁজে এ প্রান্ত থেকে ও প্রান্ত করছেন অভিনেতা। কাজ না পাওয়ায় মেটাতে পারছেন না বাড়ির ভাড়াও। বাড়িওয়ালা তাঁদের আসবাবপত্র বাইরে বারান্দায় বার করে দিয়েছিলেন। সেই স্মৃতি মনে করেই অনুপম বলেন, ‘‘সন্ধ্যার মধ্যে এক প্রযোজকের থেকে ২ হাজার ১০০ টাকা নিয়ে বকেয়া ভাড়া মিটিয়েছিলাম আমি।’’