সাইবার অপরাধের ঘটনা দিন দিন বেড়েই চলেছে। এবার এর শিকার হলেন জনপ্রিয় অভিনেতা রাহুল দেব বোস। একটি আন্তর্জাতিক লেনদেন করতে গিয়ে তিনি খুইয়েছেন বড় অঙ্কের টাকা। এই ঘটনা নিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন এবং অনুরাগীদের সতর্ক করেছেন অভিনেতা। রাহুল তাঁর সোশ্যাল মিডিয়ায় জানান, কোনও ওটিপি ছাড়াই তাঁর ক্রেডিট কার্ড থেকে টাকা তুলে নেওয়া হয়েছে। তিনি লেখেন, সদ্য বড় অঙ্কের টাকা হারিয়েছি। ওটিপি ছাড়াও যে প্রতারণা হতে পারে, তা ভাবা যায় না। এর জন্য কোনও আইনি পদক্ষেপ বা শাস্তির ব্যবস্থা কি রয়েছে?”
এর পাশাপাশি তিনি সাইবার জালিয়াতির বিরুদ্ধে সতর্ক থাকার বার্তা দিয়েছেন। রাহুল লিখেছেন, খুব প্রয়োজন না হলে আন্তর্জাতিক লেনদেন বন্ধ রাখুন। যদি এরকম কিছু ঘটে, ঘাবড়াবেন না। ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেইলস কারও সঙ্গে শেয়ার করবেন না। কাস্টোমার কেয়ারে যোগাযোগ করুন এবং তাঁদের নির্দেশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নিন। রাহুল আরও বলেন,”আপনি যদি কারও সঙ্গে ওটিপি শেয়ার না করেন, তবে ব্যাঙ্ক বাধ্য আপনার টাকা ফেরত দিতে।”
অভিনেতা এই পোস্টের মাধ্যমে অনুরাগীদের সাবধান করেছেন এবং জানিয়েছেন যে, তাঁর এই অভিজ্ঞতা সবাইকে সাইবার অপরাধের ঝুঁকি সম্পর্কে সচেতন করবে। সাইবার জালিয়াতি থেকে রক্ষা পেতে সতর্ক থাকাই একমাত্র উপায়।