অনিশ্চয়তার মুখে পড়ল স্টোকসের আইপিএল কেরিয়ার! ইচ্ছে করলেই আর ফিরতে পারবেন না তিনি। এবারের মেগা নিলামে নাম তুলে নিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। আইপিএলের নিয়ম বলছে, ২০২৫ এর আইপিএলে স্টোকস না খেললে ২০২৬ সালের আইপিএলেও খেলতে পারবেন না । অর্থাৎ টানা দু’বছর আইপিএলে থাকছেন না স্টোকস। কারণ, আইপিএলের গভর্নিং কাউন্সিলের নতুন নিয়ম অনুযায়ী, ‘মেগা নিলামে কোনও বিদেশি ক্রিকেটার নাম নথিভুক্ত না করলে পরের বছরই সেই ক্রিকেটার আইপিএল খেলতে পারবেন না।’ যারফলে অনেকটাই অনিশ্চিত হয়ে গেল বেন স্টোকসের আইপিএল ভবিষ্যৎ। এ বারের আইপিএল থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কারণ, ফিটনেস ও ওয়ার্কলোড ম্যানেজ। চোট নিয়ে ইংল্যান্ড বোর্ড লিখিত দিলে পরবর্তীকালে সুযোগ মিলতেই পারে ৩৩ বছর বয়সী স্টোকসের।