More
    Homeখবরঅনুদানের টাকার অডিট নিয়ে উঠছে প্রশ্ন, দুর্গাপুজোর অনুদান সংক্রান্ত মামলা দায়ের হাইকোর্টে

    অনুদানের টাকার অডিট নিয়ে উঠছে প্রশ্ন, দুর্গাপুজোর অনুদান সংক্রান্ত মামলা দায়ের হাইকোর্টে

    ক্লাবগুলিকে বড় অঙ্কের টাকা দুর্গাপুজো উপলক্ষ্যে অনুদান দেয় রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি বছর মিটিংয়ের সময় নিজে টাকার অঙ্ক ঘোষণা করেন। প্রতি বছরই সেই টাকা বেড়ে চলেছে। এবার ক্লাব পিছু ৮৫ হাজার টাকা করে দুর্গাপুজো উপলক্ষে দেওয়া হচ্ছে। অনুদানের টাকা বিষয়ে এবার মামলা হল কলকাতা হাইকোর্টে। রাজ্য সরকারের পক্ষ থেকে ক্লাবগুলিকে অনুদান দেওয়া হয়। প্রতি বছর এই অনুদানের অঙ্কের টাকা বেড়ে চলেছে। কিন্তু সেই অনুদানের অডিট হয় না। এই অভিযোগকে সামনে রেখেই মামলা হল কলকাতা হাইকোর্টে। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

     

    ২০১১ সালে রাজ্যে তৃণমূল সরকার ক্ষমতায় আসে। মুখ্যমন্ত্রী হন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বছর থেকেই ক্লাবগুলিকে দুর্গাপুজোয় অনুদানের টাকা কথা ঘোষণা করা হয়। করোনা অতিমারির আগে পর্যন্ত প্রতি বছর ২৫ হাজার টাকা করে ক্লাব পিছু দেওয়া হত। প্রতি বছরই তালিকায় সেই ক্লাবের সংখ্যা বাড়তে থাকে। করোনা আবহে দুর্গাপুজো কীভাবে হবে? সেই প্রশ্ন উঠেছিল। সেই সময় এক ধাক্কায় অনুদান দ্বিগুণ করে দেওয়া হয়। ২৫ হাজার থেকে ৫০ হাজার টাকা করা হয়েছিল সেই অনুদান। গত কয়েক বছর ধরেই এই অনুদানের টাকা বাড়ছে। ৫০ থেকে ৬০ হয়ে ৭০ হাজার টাকা হয়েছিল গত দু’ বছরে। চলতি বছর ১৫০০০ টাকা বাড়ানো হয়েছে অনুদান। এই বছর ৮৫ হাজার টাকা করে ক্লাবগুলিকে দেওয়া হবে। শুধু তাই নয়, পরের বছর এক লক্ষ টাকা করে পুজোর অনুদান দেওয়া হবে। এ কথা আগাম ঘোষণা করেছেন মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

     

    সেই অনুদানের টাকার অডিট নিয়ে প্রশ্ন উঠেছে। কলকাতা হাইকোর্টে এই বিষয়ে মামলা হল। মামলাকারী আদালতে জানিয়েছেন, পুজোর অনুদান বেড়েছে। কিন্তু খরচের বিষয়ে সঠিক ভাবে অডিট হচ্ছে না! অনুদান মামলার দ্রুত শুনানি চেয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হয়। এই প্রেক্ষিতে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম প্রশ্ন করেন, অনেক ক্লাব না কি অনুদান ফিরিয়ে দিচ্ছে ? এরপরই তিনি বলেন, রাজ্যকে নোটিশ পাঠান। তাহলে দ্রুত শুনানি সম্ভব। কবে এই মামলার শুনানি হয়, সেটিই দেখার বিষয়।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments