অনুমোদন পেল না ‘আরজি কর ঘটনার পটভূমিতে’ তৈরি রাজন্যার স্বল্পদৈর্ঘ্যের ছবি। তাকে সাসপেন্ড করল তৃণমূল ছাত্র পরিষদ। সমাজমাধ্যমে ইতিমধ্যেই শোরগোল ছড়িয়েছে ছবিটি। ছবিটির নাম ‘আগমনী: তিলোত্তমাদের গল্প’। যার মুখ্য চরিত্রে অভিনয় করছেন তৃণমূল ছাত্র পরিষদের নেত্রী রাজন্যা হালদার। পোস্টারেই উল্লেখ করা রয়েছে এটি নির্মিত হয়েছে ‘আরজি কর ঘটনার পটভূমিতে’। এমন একটি ‘স্পর্শকাতর’ বিষয়কে কেন্দ্র করে নির্মিত ছবিকে অনুমোদন করল না খোদ দলই। ছবিটির পরিচালনার দায়িত্বে ছিলেন তৃণমূল নেতা প্রান্তিক চক্রবর্তী। শুক্রবার রাতে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে স্পষ্ট জানিয়ে দেওয়া হল, প্রান্তিক এবং রাজন্যা, উভয়কেই সাসপেন্ড করা হয়েছে সংগঠনের পদ থেকে।