অনুরাগ বাসুর ছবি থেকে বাদ তৃপ্তি দিমরি! কার্তিক আরিয়ানের সঙ্গে ‘আশিকি’ প্রান্তন প্রেমিকার? বলিউডের অন্দরমহলে খবর এমনই। জানা গিয়েছে ‘আশিকি ৩’ হাতছাড়া হয়েছে ‘অ্যানিমাল’ খ্যাত অভিনেত্রীর। এর পরিবর্তে ছবিতে আসছেন নতুন নায়িকা। কে তিনি? খবর বলছে কার্তিকের সঙ্গে ‘আশিকি’তে মাতবেন অভিনেতারই চর্চিত প্রাক্তন প্রেমিকা সারা আলি খান। কিন্তু কেন বাদ গেলেন তৃপ্তি? অন্দরের ফিসফাস, নির্মাতাদের মতে ছবির নায়িকার চরিত্রের জন্য তৃপ্তির ইমেজ একটু বেশিই সাহসী। নায়িকার মধ্যে স্নিগ্ধতা খুঁজছেন তাঁরা। যার জন্য একেবারে উপযুক্ত বলে মনে করা হচ্ছে সারা আলি খানকেই। যার কারণেই নবাবকন্যাকে বেছে নেওয়া। এ বার তাঁর অভিনয় কতটা মুগ্ধ করবে দর্শকদের, তা তো সময়ই বলবে।