একেই প্রেমের মাস। এরই মধ্যে গোটা মাস জুড়েই চলল উদিত নারায়ণের চুম্বন-চর্চা। অনুষ্ঠানে গান গাওয়ার মাঝে অনুরাগীর অনুমতি না নিয়ে ঠোঁটে ঠোঁট রাখতেই রাতারাতি সংবাদমাধ্যমের শিরোনামে বর্ষীয়ান গায়ক। একটি ভিডিয়োতেই থেমে নেই সব, চুমু-কাণ্ডের পর প্রকাশ্যে এসেছে উদিতের চুম্বনের একের পর এক ভিডিয়ো। বিতর্ক-আলোচনার মাঝেই এ বার পুণ্য অর্জন করতে স্ত্রী দীপা নারায়ণকে নিয়ে মহাকুম্ভে পৌঁছলেন উদিত।
মহাকুম্ভের অন্তিমলগ্নে এসেও কমেনি তারকাদের ভিড়। শেষ মুহূর্তে পুণ্যস্নান সারতে প্রয়াগরাজে পৌঁছলেন গায়কও। কেমন সেই অনুভূতি? উত্তরপ্রদেশ সরকারের প্রশংসায় পঞ্চমুখ গায়ক। একটি সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি খুবই খুশি যে, ঈশ্বর আমাকে কুম্ভমেলায় আসার সুযোগ করে দিয়েছেন। ১৪৪ বছর পর এমন এক মহাজাগতিক ঘটনা ঘটে। এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের বিষয়। আমি ভারত সরকার এবং উত্তরপ্রদেশ সরকারকে ধন্যবাদ জানাতে চাই।”
যদিও তাতেও কমেনি কটাক্ষ। উল্টে আরও প্রবল হয়েছে বিতর্কের ঝড়। চুম্বনের ভিডিয়ো ভাইরাল হওয়ার পরই গায়কের এমন পুণ্যার্জনের জন্য আসা কিছুটা বাঁকা চোখেই দেখছেন অনুরাগীরা।