এবার নাম না করে মমতাকে নিশানা করলেন শুভেন্দু অধিকারী। ৭ তারিখ নন্দীগ্রামে সভা করার কথা ছিল তৃণমূলনেত্রীর। কিন্তু তা বাতিল করায় মমতাকে খোঁচা দিতে ছাড়লেন না সদ্য় তৃণমূল থেকে বিজেপিতে আসা এই নেতা। কী বললেন শুভেন্দু ?
কদিন আগেই শুভেন্দু অধিকারীর গড় নন্দীগ্রামে সভা করার কথা ঘোষণা করেন তৃণমূল নেত্রী। যা শুনে পাল্টা মুখ্য়মন্ত্রীকে চ্যালেঞ্জ করেন মেদিনীপুরে ‘বেতাজ বাদশা’। তিনি বলেন,”আমি জানি উনি এখানে এসে আমার সম্পর্কে কী কী বলবেন। আমি পাল্টা ৮ জানুয়ারি সভা করে ওনার সব প্রশ্নের উত্তর দিয়ে দেব।” ঘটনাচক্রে দেখা যায়, আগে সভা করার কথা ঘোষণা করলেও সেই ভাবনা থেকে সরে আসে তৃণমূল। যা নিয়ে এদিন মুখ্য়মন্ত্রীকে খোঁচা দিতে ছাড়েননি শুভেন্দু। এক অনুষ্ঠানে তিনি বলেন, ”অনেকে তো কর্মসূচি ঘোষণা করেই পগারপার। বলছে পরে করব। পরে করলে আবার করব।”