Wednesday, June 7, 2023
HomeUncategorizedঅন্তঃসত্ত্বা ক্যাটরিনা কাইফ? অভিনেত্রীর নতুন ছবি সামনে আসতেই জল্পনা তুঙ্গে 

অন্তঃসত্ত্বা ক্যাটরিনা কাইফ? অভিনেত্রীর নতুন ছবি সামনে আসতেই জল্পনা তুঙ্গে 

 

 

স্বপ্ননগরী এক বড়ই বিচিত্র জায়গা, এই জগতের অভিনেতা অভিনেত্রীরা চিরকালই যত জল্পনা কল্পনার মূল। তারা প্রেমে পড়লে গুজব ওঠে তাদের বিয়ের তারিখ নিয়ে। কিংবা তারা বিয়ে করলে কবে জন্ম নেবে তাদের সন্তান তা নিয়ে মেতে ওঠে জনগণ। ইদানীংকালে সলমন খানের বোন অর্পিতা শর্মার ঈদ উদযাপনের পার্টিতে, উপস্থিত থাকতে দেখা গেছে ক্যাটরিনা কাইফকে। তানিয়েই, তার অন্তঃসত্ত্বা হওয়ার কথা নিয়ে জল্পনা উঠেছে সোশ্যাল মিডিয়ায়।

 

বেশ কিছুদিন ক্যামেরার সামনে আসেননি তিনি। অনেকদিনপর তাকে দেখে উচ্ছাসিত অনুরাগীরা। ক্রিম রঙের পোশাকে তার এক ভিডিও ভাইরাল হয় থেকেই, তাকে নিয়ে নানা আলোচনা শুরু হয় তার সন্তানসম্ভবা হওয়ায়। অনেকে মত প্রকাশ করেছেন যে, বেবি বাম্প আড়াল করতেই তার এই ঘের ওয়ালা লম্বা ড্রেস।

 

ক্যাটরিনা বিয়ে করার পর থেকেই পার্টিতে যাওয়া কমিয়ে দেন। সম্প্রতি তিনি “টাইগার 3” নামে একটি চলচ্চিত্র নির্মাণ শেষ করেছেন। কেউ কেউ মনে করতেন ক্যাটরিনা এবং সালমান প্রেম করছেন, কিন্তু এখন তারা শুধুই ভালো বন্ধু। সেকারনেই ক্যাটরিনা তার বন্ধুর বোনের ঈদ পার্টিতে গিয়েছিলেন এবং সত্যিই অনেক সুন্দর লাগছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments