অন্তঃসত্ত্বা রাধিকা আপ্তে, বেবি বাম্প নিয়েই লন্ডন ফিল্ম ফেস্টিভালে হাজির হলেন অভিনেত্রী। সাধারণত নিজের সন্তানের আগমনের খবর বেশ জাঁকজমক করেই ঘোষণা করেন বলিতারকারা। সেই দিক থেকে দেখতে গেলে একেবারে যেন উল্টো পথেই হাঁটলেন রাধিকা। ঘটা করে নয়, বরং খুব সাধারণ ভাবেই বুঝিয়ে দিলেন মা হতে চলেছেন তিনি। ২০১২ সালে ব্রিটেনের জনপ্রিয় সঙ্গীত পরিচালক বেনেডিক্ট টেলরকে বিয়ে করেন রাধিকা। বিয়ের ১২ বছর পর অভিনেত্রীর থেকে এই চমক কিছুটা অপ্রত্যাশিতই ছিল!