Wednesday, June 7, 2023
HomeUncategorizedঅন্তিম পর্ব শুটের আগে স্বপরিবারে দেখা যাবে মিঠাই পরিবারকে! 

অন্তিম পর্ব শুটের আগে স্বপরিবারে দেখা যাবে মিঠাই পরিবারকে! 

 

 

বাংলা টেলিভিশনে ইতিহাস তৈরি করার পর অবশেষে অন্তিম মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক মিঠাই। দীর্ঘ সফলতার পর অবশেষে শেষ হয়ে যাবে এই ধারাবাহিক। গত শনিবার সেট বদল হয় মিঠাইয়ের। এমনই মন খারাপ করা খবর জানা যায় ধারাবাহিকের নায়ক সিদ্ধার্থ অর্থাৎ অভিনেতা আদ্রিতর সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে।

 

জানা যায় দর্শকদের প্রিয় মনোহরা ভেঙে তৈরি হচ্ছে নতুন ধারাবাহিক ফুলকির সেট। এবং শুধু সেট বদলী শেষ নয়। এতদিনের পরিচালক যার জন্য এতদিন ধরে সাফল্যের সঙ্গে পরিচালিত হয়েছে মিঠাই বদলে গেল সেই পরিচালকও। নিতাই ছেড়ে এবার নতুন ধারাবাহিক মুরগির পরিচালনা করবেন বলেই জানা যায়।

 

এবার শোনা যাচ্ছে, মিঠাই ধারাবাহীকে শুরু থেকে পরিবারের যত চরিত্র ছিল এবার একে একে সকলকে ফিরিয়ে আনা হবে। যেমন দাদু ঠাম্মি সিদ্ধার্থের বাবা কৃষি, এবার সকলকে সপরিবারে আবার দেখতে পাওয়া যাবে বলেই খবর পাওয়া যাচ্ছে। শুরুর দিকে যারা ছিলেন তারা সকলেই ফিরবেন পর্দায়। এই খবরটি পাওয়ার পরে আবেগে আপ্লুত হয়ে পড়েন ভক্ত ও অনুরাগীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments