হালান্ড বলেই সম্ভব। মানুষের পক্ষে এমন গোল করা সম্ভব নয়। অপকট স্বীকারোক্তিটা পেপ গুয়ার্দিওলার। এক্কেবারে অ্যাক্রোব্যাটিক স্টাইলে ঝাঁপ ও গোল। এরপর স্বাভাবিক ভাবলেশহীন সেলিব্রেশন আর্লিং হালান্ডের। স্পার্তা প্রাগের বিরুদ্ধে সিটির ৫–০ গোলের জয়ে তাঁর করা প্রথম গোলটা যেন সত্যি অতিমানবীয়। অ্যাথলেটিসিজম জানা না থাকলে এমনভাবে গোল অসম্ভবই! বল শূন্যে থাকতে হালান্ড একটু লাফিয়ে পেছনে ঘুরে পায়ের পেছনের অংশ দিয়ে ভলি করেন। যা সরাসরি জড়িয়ে যায় জালে। ফুটবলীয় ভাষায় ব্যাকহিল ভলি। তবে এই গোল নিয়েই শুরু হয়ে সমাজ মাধ্যমে চর্চা। সিটি কোচ পেপ গুয়ার্দিওলা বলেন, ‘জানি না, সে গোলটা কীভাবে করল! একজন মানুষের জন্য স্বাভাবিক নয়। অসাধারণ এক গোল করেছে।’