More
    Homeখবরঅপেক্ষার অবসান, অবশেষে মুক্তি পেল ‘ভুল ভুলাইয়া ৩’-এর টিজার

    অপেক্ষার অবসান, অবশেষে মুক্তি পেল ‘ভুল ভুলাইয়া ৩’-এর টিজার

    অবশেষে অপেক্ষার অবসান। এই দীপাবলিতে মুক্তি পেতে চলেছে ‘ভুল ভুলাইয়া ৩’। কার্তিক আরিয়ানের ছবি ‘ভুল ভুলাইয়া ৩’ এই বছরের সবচেয়ে প্রতীক্ষিত ছবি। এই বছরের কালীপুজোতে এটি সারা বিশ্বের সিনেমা হলগুলিতে মুক্তি পাবে। ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন ছবিটির জন্য। ইতিমধ্যে, নির্মাতারা একটি দুর্দান্ত টিজার প্রকাশ্যে এনেছেন। এই টিজার স্বভাবতই দর্শকদের উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে। এতে কার্তিক অর্থাৎ রুহ বাবা এবং মঞ্জুলিকা অর্থাৎ বিদ্যা বালানকে এক ঝলক দেখা গিয়েছে। তৃপ্তি দিমরি ও কার্তিকের রোমান্সও দেখা গেছে টিজারে।

     

    ‘ভুল ভুলাইয়া ৩’ একটি হরর কমেডি মুভি। শুক্রবার অর্থাৎ ২৭ সেপ্টেম্বর অবশেষে এর টিজার প্রকাশ করা হয়েছে। আর টিজার প্রকাশ করার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় তৈরি হয়েছে। এতে কার্তিক আরিয়ান এবং বিদ্যা বালান অর্থাৎ মঞ্জুলিকার মধ্যে ফের টানাপোড়েন দেখা যাবে। টানটান চিত্রনাট্যের অপেক্ষায় রয়েছে দর্শকরা। টিজারে তৃপ্তি দিমরিও বেশ উজ্জ্বল। ‘ভুল ভুলাইয়া ৩’ হল ২০০৭ সালের হরর কমেডি ভুল ভুলাইয়া-এর তৃতীয় সংস্করণ বা সিক্যোয়েল। প্রথম অংশে দেখা গিয়েছিল অক্ষয় কুমার, শাইনি আহুজা এবং বিদ্যা বালানকে। প্রথম অংশে মঞ্জুলিকা চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা। ২০২২ সালে রিলিজ করা দ্বিতীয় অংশে, কার্তিক আরিয়ান, কিয়ারা আদভানি এবং টাবুকে প্রধান ভূমিকায় দেখা গিয়েছিল।

     

    দীপাবলি উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। এটি রুপালি পর্দায় প্রবেশ করবে ১ নভেম্বর। কার্তিক আরিয়ান, বিদ্যা বালান, তৃপ্তি দিমরি ছাড়াও এতে দেখা যাবে মাধুরী দীক্ষিত এবং রাজপাল যাদবের মতো অভিনেতাদের। দীপাবলিতে মুক্তি পাচ্ছে সিংঘম অ্যাগেইন। এটি ১ নভেম্বর ভুল ভুলাইয়া ৩ এর সঙ্গেই মুক্তি পাচ্ছে। ফলে দুই হেভিওয়েট স্টারকাস্টের ছবির মধ্যে যে কড়া টক্কর চলবে তা বলাই বাহুল্য। এমন পরিস্থিতিতে, যখন দুটি বড় বাজেটের মাল্টিস্টারার ছবি একে অপরের মুখোমুখি হবে, তখন পাল্লা কোনদিকে ভারি থাকে, সেটাই দেখার।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments