Sunday, March 26, 2023
Homeকলকাতাঅপেক্ষার অবসান, বৈদিক মতে চারহাত এক হল গৌরব-দেবলীনার

অপেক্ষার অবসান, বৈদিক মতে চারহাত এক হল গৌরব-দেবলীনার

অপেক্ষার অবসান। অবশেষে গাঁটছড়া বাঁধলেন গৌরব চট্টোপাধ্যায় ও দেবলীনা কুমার। বেশ কিছুদিন ধরেই তাদের বিয়ে নিয়ে চর্চায় অনুরাগীরা।

উত্তমকুমারের নাতি গৌরব চট্টোপাধ্যায় এবং দেবাশিস কুমারের কন্যা দেবলীনা কুমারের সম্পর্ক কোনওদিনই লুকোননি তাঁরা। বরং প্রকাশ্যে এনেছেন বারবার। এদিন বৈদিক রীতিতে চারহাত এক হল গৌরব-দেবলীনার।

যেহেতু বৈদিক মতে , তাই কন্যা সম্প্রদান ছাড়াই বিয়ে সম্পন্ন হয়েছে। দেবলীনারও তাই ইচ্ছে ছিল এবং তাতেই সম্মতি জানিয়েছেন তাঁর বাবা-মা। বিয়ের দিন গায়ে হলুদের ছবিও পোস্ট করেন দেবলীনা।

করোনাভাইরাস পরিস্থিতিতে অবশ্য বেশি অতিথি ছিলেন না। তবে তাতে বিয়ের আনন্দ কম হয়নি। যে কয়েকজন আমন্ত্রিত আছেন, তাঁদের জন্য একেবারে বাঙালি মেনু করা হয়েছে। পাতে পড়বে পাঁঠার মাসং, বেগুনভাজা, লুচি, দইপোনা-সহ আরও একাধিক পদ। গৌরব ও দেবলীনার বিয়েতে যান অনীক ধর।পরে অনীক ফেসবুকে লেখেন, ‘আমার বন্ধু গৌরব ও দেবলীনাকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। ওদের বৈবাহিক জীবন মধুর হোক, উজ্জল হোক, এই কামনা করি।’

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments