More
    Homeবিনোদনঅবশেষে কি প্রেমের সম্পর্কে শিলমোহর দিলেন অভিনেত্রী রশ্মিকা মন্দানা! কে সেই ব্যক্তি...

    অবশেষে কি প্রেমের সম্পর্কে শিলমোহর দিলেন অভিনেত্রী রশ্মিকা মন্দানা! কে সেই ব্যক্তি যার সঙ্গে ঘর বাঁধার স্বপ্ন দেখছেন অভিনেত্রী?

    অবশেষে কি প্রেমের সম্পর্কে শিলমোহর দিলেন অভিনেত্রী রশ্মিকা মন্দানা! কে সেই ব্যক্তি যার সঙ্গে ঘর বাঁধার স্বপ্ন দেখছেন অভিনেত্রী? এবার নিজের ব্যক্তিগত জীবনের কথা অনুরাগীদের সামনে নিজেই প্রকাশ করলেন অভিনেত্রী।

     

    বলা বাহুল্য, রশ্মিকার ব্যক্তিগত জীবনে উঁকি মারতে মুখিয়ে রয়েছেন ভক্তরা। বারবার প্রেমের সম্পর্ক নিয়ে চর্চায় উঠে এসেছে রশ্মিকার নাম। সেই সঙ্গে সহ-অভিনেতা বিজয় দেবারাকোন্ডার সঙ্গে সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছিল নেটপাড়ায়। তবে এবার নিজের জীবনসঙ্গী নিয়ে নয়া ইঙ্গিত দিলেন জনপ্রিয় অভিনেত্রী।

     

    সম্প্রতি এক সাক্ষাৎকারে রশ্মিকা জানান, তাঁর জীবনের সবচেয়ে আনন্দের জায়গা নিজের বাড়ি। সেখানেই অভিনেত্রী শান্তি খুঁজে পান। সেই সঙ্গে জানিয়েছেন, সাফল্য আসবে, যাবে। এসব কখনওই চিরস্থায়ী নয়। বাড়িতে থাকলে মনে হয় তিনি শিকড়ের সঙ্গে জুড়ে রয়েছেন।

     

    পাশাপাশি ব্যক্তিগত সম্পর্ক নিয়ে তিনি জানান, তিনি কারও বোন, কারও মেয়ে, আবার কারও সঙ্গী। ব্যক্তিগত জীবনকে বেশ উপভোগ করেন অভিনেত্রী। এদিন এমন বার্তাই অনুরাগীদের দিয়েছেন তিনি। তবে অভিনেত্রী প্রকাশ করেননি সঙ্গীর নাম। কিন্তু তাঁর কেমন সঙ্গী পছন্দ জানতে চাওয়া হলে তিনি বলেন, ”চোখ হল মানুষের আত্মার জানলা।” তিনি এমন পুরুষদের প্রতি আকৃষ্ট যাঁদের মুখে সবসময় হাসি থাকবে এবং যাঁরা মানুষকে সম্মান করবেন।

     

    তবে বর্তমানে কে রশ্মিকার জীবনসঙ্গী, তা নিয়ে রয়েছে ধোঁয়াশা । দিন কয়েক আগেই পায়ে চোট পেয়েছেন অভিনেত্রী। ফলত স্থগিত ‘সিকন্দর’ ছবির শুটিং। তবে আগামী মাসেই প্রেক্ষাগৃহে ‘ছাভা’ ছবিতে নজর কাড়তে চলেছেন দক্ষিণী অভিনেত্রী।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments