এক সময়ে দিনে ১০০টা করে সিগারেট, অবশেষে জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নিলেন বাদশা। ৫৯-এর জন্মদিনে শাহরুখ জানিয়ে দিলেন ধূমপান ছাড়লেন তিনি। একটি ভাইরাল ভিডিয়োতে শাহরুখকে বলতে শোনা গেল, “প্রথমে ভেবেছিলাম একটুও শ্বাসকষ্ট হবে না আমার। কিন্তু এখনও একটু অসুবিধা হচ্ছে। তবে উপরওয়ালার আশীর্বাদে হয় তো সেটাও ঠিক হয়ে যাবে।”