ব্রিটেনের নয়া করোনা আগমণে তটস্থ প্রায় গোটা বিশ্বই। ইতিমধ্যেই সেদেশের সঙ্গে সমস্তরকম বিমান সংযোগ ছিন্ন করেছে প্রায় ৫০ টি দেশ। এদিকে চলতি সপ্তাহে প্রাথমিক ব্রিটেন ফেরত ৭ যাত্রীর শরীরে করোনা ভাইরাসের খোঁজ মিলেছে। যারা প্রত্যেকেই নয়া করোনা স্ট্রেনের দ্বারা সংক্রমিত বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই সেই সংখ্যা বেড়ে ২০তে পৌঁছেছে বলে জানা যাচ্ছে। এমতবস্থায় আরও কোনও ঝুঁকিই নিতে চাইছে না ভারত সরকার। অবশেষে মেয়াদ শেষের আগেই ফের বাড়নো হল ব্রিটেন-ভারত বিমান চলাচলের নিষেধাজ্ঞা।
প্রসঙ্গত উল্লেখ্য, ব্রিটেনের নয়া করোনাতঙ্কের কথা মাথায় রেখেই এর আগে ২৩ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর ব্রিটেনের সঙ্গে বিমান সংযোগ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় সরকার। ব্রিটেন থেকে আগত ও ভারত থেকে ব্রিটেনগামী সমস্ত বিমানেই জারি করা হয় নিষেধাজ্ঞা। এবার সেই নিষেধাজ্ঞার সময়সীমাই ৭ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে বলে জানা যাচ্ছে। শীঘ্রই এই বিষয়ে কেন্দ্রের তরফে নির্দেশিকা প্রকাশ করা হবে বলে খবর।