More
    Homeজাতীয়অবশেষে রাহুল-প্রিয়াঙ্কাকে লখিমপুরে যাওয়ার অনুমতি দিল যোগী প্রশাসন

    অবশেষে রাহুল-প্রিয়াঙ্কাকে লখিমপুরে যাওয়ার অনুমতি দিল যোগী প্রশাসন

    অবশেষে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে লখিমপুরে যাওয়ার অনুমতি দিল যোগী প্রশাসন। উত্তরপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে রাহুল, প্রিয়াঙ্কা-সহ মোট পাঁচজনকে সেখানে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে। সেই সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলের সর্বোচ্চ ৫ জনকে লখিমপুরে যাওয়ার ক্ষেত্রে অনুমতি দিয়েছে উত্তরপ্রদেশ সরকার। সূত্রের খবর, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র বাঘেল এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী রঞ্জিত লখিমপুরে যাচ্ছেন। মৃত কৃষকদের পরিবারের সঙ্গে দেখা করবেন তাঁরা। ইতিমধ্যে রাহুল গান্ধীও লখিমপুরের উদ্দেশে রওনা দিয়েছেন।

    অবশেষে রাহুল-প্রিয়াঙ্কাকে লখিমপুরে যাওয়ার অনুমতি দিল যোগী প্রশাসন

    Read More-Durga Puja 2021: পুজোর অ্যালবাম প্রকাশ মমতার, গাইলেন গান, গলা মেলালেন বাবুল-ইন্দ্রনীল-নচিকেতা

    এদিকে বুধবার সকালে লখিমপুরে যাওয়ার অনুমতি না মেলায় সুর ছড়িয়ে ছিলেন রাহুল গান্ধী। তিনি বলেন, ‘কৃষকদের হত্যা করা হয়েছে। এটা নিয়মতান্ত্রিক আক্রমণ। ভারতে এখন একনায়কত্ব চলছে। আমরা যেতে চাইছি, কিন্তু যেতে দেওয়া হচ্ছে না। প্রিয়াঙ্কাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রধানমন্ত্রী লখনউতে গিয়েছিলেন কিন্তু তিনি লখিমপুরের খেরিতে যাননি। আমি সেখানে গিয়ে আসল সত্যিটা জানতে চাই।’ এদিকে সরকারের তরফে বলা হয়েছিল আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে লখিমপুরে যাওয়ার অনুমতি দিল যোগী সরকার। পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলের সর্বোচ্চ পাঁচজন প্রতিনিধিকে লখিমপুরে প্রবেশাধিকার দেওয়া হল প্রশাসনের তরফে।

    Read More-পুজোর আগে সুখবর! ৭৮ দিনের মাইনে বোনাস পাবেন এই কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments