Thursday, October 5, 2023
Homeজাতীয়অবশেষে লাল কেল্লায় তাণ্ডব করার অভিযোগে গ্রেফতার অভিনেতা দীপ সিধু

অবশেষে লাল কেল্লায় তাণ্ডব করার অভিযোগে গ্রেফতার অভিনেতা দীপ সিধু

২৬ জানুয়ারি এক দল কৃষক যেভাবে লাল কেল্লায় চড়াও হয়ে ভাঙচুর করে, ধর্মীয় পতাকা উত্তোলন করে, তাদের নেপথ্যে দীপ সিধু ছিল বলে অভিযোগ। সে যে প্রজাতন্ত্র দিবসে লাল কেল্লায় উপস্থিত ছিল সেটা ফেসবুক লাইভে স্বীকারও করেছিল এই অভিনেতা। কিন্তু তার দাবি ছিল যে স্বতঃস্ফূর্ত ভাবে চাষীরা লাল কেল্লায় যায়, কারণ কৃষক নেতাদের কথা তারা মন থেকে মেনে নিতে পারেনি। তার উস্কানিতে কৃষকরা হিংসার রাস্তা নিয়েছিল, সেই অভিযোগ অস্বীকার করে সে। কিন্তু প্রজাতন্ত্র দিবসের পর থেকেই গা ধাকা দেয় সিধু। অবশেষে সে গ্রেফতার হল প্রায় দুই সপ্তাহ বাদে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে যে দিল্লি পুলিশের স্পেশ্যাল সেল নিখোঁজ দীপ সিধুকে গ্রেফতার করেছে। তার সম্পর্কে খোঁজ দিতে পারলে এক লাখ টাকা দেওয়া হবে বলে ইনাম ঘোষণা করেছিল পুলিশ। শেষ পর্যন্ত ধরা পড়ল সে। পঞ্জাবে চণ্ডীগড় ও আম্বালার মধ্যে জিরাকপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। প্রসঙ্গত চাষী আন্দোলনের প্রথম থেকেই অন্যতম মুখ হিসেবে উঠে আসে পঞ্জাবের এই জনপ্রিয় অভিনেতা। কিন্তু বিভিন্ন বিষয়ে অন্যান্য কৃষক নেতাদের সঙ্গে একমত হতে পারেনি সে। তাই কিছুটা হলেও সংযুক্ত কিষাণ মোর্চা থেকে আলাদা হয়ে নিজের প্রতিবাদ বিক্ষোভ চালিয়েছিল দীপ সিধু। সেই কারণেই ২৬ জানুয়ারির হিংসার পর অনেক কৃষক নেতাই বলে যে তাদের সঙ্গে সিধুর যোগ নেই। বরং দীপ সিধুর পূর্ব বিজেপি যোগ নিয়ে সরব হয়ে অনেক নেতা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments