Monday, January 24, 2022
Homeজাতীয়অবশেষে সুখবর সৌরভ অনুরাগীদের জন্য, আজ থেকেই দাদাগিরির সেটে ফিরছেন করোনা জয়ী...

অবশেষে সুখবর সৌরভ অনুরাগীদের জন্য, আজ থেকেই দাদাগিরির সেটে ফিরছেন করোনা জয়ী মহারাজ

সৌরভের করোনা আক্রান্ত হওয়ার খবরে চিন্তায় পড়েছিলেন ভক্তরা, শুরু হয়েছিল প্রার্থনা। অবশেষে সুখবর সৌরভের অনুরাগীদের জন্য। করোনামুক্ত মহারাজ। বিসিসিআই সভাপতি সেরে উঠেই ফিরছেন কর্মব্যস্ত জীবনে। জানা গিয়েছে আজ (বুধবার) থেকেই ‘দাদাগিরি’র শ্যুটিং শুরু করছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এই খবরে স্বস্তিতে তাঁর ভক্তরা।

অবশেষে সুখবর সৌরভ অনুরাগীদের জন্য, আজ থেকেই দাদাগিরির সেটে ফিরছেন করোনা জয়ী মহারাজ

Read More-স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষে টুইট করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়

করোনা আক্রান্ত হয়ে শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন সৌরভ। শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়াতে তাঁকে ককটেল অ্যান্টিবডি দেওয়া হয়। তাঁর শরীরে বেশ কিছু কো-মর্বিডিটি রয়েছে, সেই কারণেই কোনওরকম কোনও ঝুঁকি নিতে চাননি চিকিৎসকেরা। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর বেহালার বাড়িতে নিভৃতবাসে ছিলেন সৌরভ। এর মাঝে কোভিড রিপোর্ট পজিটিভ আসে প্রাক্তন ভারত অধিনায়কের কন্যা সানারও। বর্তমানে লন্ডনে পড়াশোনা করছেন সানা, ক্রিসমাসের ছুটি কাটাতে দেশে ফিরেছিলেন তিনি, এখানে এসে করোনা পজিটিভ হন। এরপর সৌরভের পরিবারে পর পর কোভিড রিপোর্ট পজিটিভ আসে সৌরভের কাকা তথা সিএবি কোষাধ্যক্ষ দেবাশিস গঙ্গোপাধ্যায়-সহ আরও কয়েকজনের। জানা গিয়েছে, মঙ্গলবার সানার কোভিড রিপোর্ট নেগেটিভ এসেছে। এখন সম্পূর্ণ সুস্থ সৌরভ-কন্যা।

করোনামুক্ত হলেও এতদিন বাড়ির বাইরে পা রাখেননি সৌরভ। তবে ঘরে বসে ভার্চুয়ালি যোগ দেন ভারতীয় ক্রিকেট বোর্ডের বেশ কিছু মিটিং-এ। মঙ্গলবার অংশ নেন  আইপিএলের গভর্নিং কাউন্সিলের বৈঠকেও। তবে বুধবার থেকে ফুল ফর্মে ব্যাট ধরছেন তিনি। এদিন দাদাগিরি-র শ্যুটিং-এর জন্য বাড়ির বাইরে বার হবেন করোনা জয়ী সৌরভ গঙ্গোপাধ্যায়।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments