অবশেষে স্বস্তির বৃষ্টি নামল কলকাতাতে। আজ সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টিপাত হয়েছে। দুই চব্বিশ পরগণা,হাওড়া ও মেদিনীপুরে বৃষ্টিপাতের সাথে বয়েছে দমকা ঝোড়ো হাওয়াও। যার গতিবেগ ছিল ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর অনুযায়ী মেঘ সৃষ্টি হয়েছে স্থানীয় ভাবে। বৃষ্টি হওয়ার ফলে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে আমজনতার মধ্যে। অন্যদিকে হাওয়া অফিসের সূত্র অনুযায়ী উত্তরবঙ্গের দুর্যোগ এখনও কিছুদিন চলবে। সিকিম ও ভুটানের পাশাপাশি দার্জিলিং,জলপাইগুড়ি, কলিংপঙ,আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এছাড়াও বিভিন্ন নদীর জলস্তর বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। এর পাশাপাশি পাহাড়ে ধস নামার আশঙ্কাও রয়েছে। ফলে এখনই দুর্যোগ কমছে না বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। অতি বৃষ্টির কারনেই তিস্তার জলস্তর রয়েছে বিপদসীমার উপরে।