খেলার মাঠের পঞ্চপাণ্ডব। অবসরের পর পদ্মভূষণ সম্মান পাচ্ছেন ক্রিকেট তারকা রবিচন্দ্রন অশ্বিন এবং হকি তারকা পি আর শ্রীজেশ। কালো হরিণ খ্যাত আইএম বিজয়নকেও সম্মান জানানো হচ্ছে। তিনি পাচ্ছেন পদ্মশ্রী সম্মান। এছাড়াও পদ্মশ্রী পাচ্ছেন প্যারালিম্পিকে সোনাজয়ী হরবিন্দর সিং ও কুস্তিগির কোচ সত্যপাল সিং।