“প্রচুর ইংরেজি শব্দ ব্যবহার করেছিলাম, কথার অর্থ কেউ বুঝতে পারেনি…”, ‘অবসর’ নিয়ে বড় ঘোষণা বিক্রান্ত মাসের। কিছু দিন আগেই মুক্তি পেয়েছে তাঁর ছবি ‘দ্য সবরমতী রিপোর্ট’। তার পরেই স্বেচ্ছাবসরের কথা ঘোষণা করেন অভিনেতা। স্বাভাবিকভাবেই বিক্রান্তের এমন ঘোষণায় কিছুটা অবাকই হন তাঁর অনুরাগীরা। সেই সঙ্গে প্রিয় অভিনেতাকে বিদায় জানাতে গিয়ে হতাশও হয়েছিলেন তাঁরা। এ বার প্রকাশ্যে এল অন্য তথ্য! অবসর নয়, সাময়িক বিরতি নাকি চাইছেন তিনি। তাঁর বার্তা নাকি মানুষের বুঝতে ভুল হয়েছে! খুব বেশি ইংরেজি শব্দ ব্যবহার করাই হয়েছে কাল! এক সাক্ষাৎকারে বিক্রান্ত বলেছেন, “আমি ওই বিবৃতিতে প্রচুর ইংরেজি লিখেছিলাম। অনেকেই বুঝতে পারেননি। তাই আমি পরিষ্কার করে বলি বিষয়টা। আমি অবসর করছি না। নিজেকে উন্নততর করে তুলতে প্রয়োজনীয় বিরতি নিচ্ছি মাত্র।”