“অভয়ার জন্য আমাদের লড়াই চলবে। আমাদের আন্দোলন দীর্ঘস্থায়ী হবে।” বললেন অনিকেত মাহাতো। সোমবার আমরণ অনশন প্রত্যাহার করলেন জুনিয়র ডাক্তাররা। “আমরা সিদ্ধান্ত নিয়েছি, আন্দোলন চালিয়ে নিয়ে যাওয়ার। আমাদের লড়াইকে আরও সামনে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার নিয়ে অনশন তুলছি।” বললেন দেবাশিস। তিনি বলেন, “আমরা জানি না, ভুলিয়ে দেওয়ার জন্য কথা বলা হল কিনা! তবে ম্যান পাওয়ার যদি না আসে, সার্বিক প্রশাসনিক সিস্টেম যদি ঠিক-না হয় তাহলে কিছু হবে না। আরজি-কর কাণ্ডে নির্যাতিতার বাবা-মা এসেছেন। তাঁরা রিকোয়েস্ট করছেন। তাঁরা জানাচ্ছেন, তাঁরা এক সন্তান হারিয়েছেন। সরকারের কথা সদ্র্থক যে লেগেছে তা নয়। কিন্তু অনশনরতদের কারও কিছু যেন না-হয়। তাঁরা এক সন্তান হারিয়েছেন। যাঁদের জন্য অনশন করছেন।” সেই সঙ্গে আগামী দিনের কর্মসূচি ঘোষণা নিয়ে চিকিৎসকরা বলেন, “আগামী দিনের কর্মসূচি হিসাবে ঘোষণা করছি, আগামী শনিবার মহাসমাবেশ ডাকছি। আরজি কর মেডিক্যাল কলেজে সেটা হবে।’’ আন্দোলন নিয়ে অনিকেত জানান শনিবার আরজি করে গণ কনভেনশন থেকে সিদ্ধান্ত জানানো হবে।