More
    Homeখবরঅভিজিৎ দাসকে শোকজ করল গেরুয়া শিবির, জবাব চেয়ে চিঠি ববিকে

    অভিজিৎ দাসকে শোকজ করল গেরুয়া শিবির, জবাব চেয়ে চিঠি ববিকে

    লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবারে অভিষেক বন্দোপাধ্যায়ের কাছে বিপুল ভোটে হেরেছেন বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ওরফে ববি। এবার তাকে শোকজ করল বিজেপি। ডায়মন্ড-হারবার লোকসভা কেন্দ্রের পরাজিত বিজেপি প্রার্থী অভিজিৎ দাসকে বরখাস্ত করল দল। সাময়িকভাবে তাঁকে বরখাস্ত করেছে বিজেপি-র দলীয় শৃঙ্খলা রক্ষা কমিটি। চিঠি দেওয়া হয়েছে তাঁকে। অভিজিৎ দাস জানান এখনও কোন চিঠি পাননি তিনি। লোকসভা নির্বাচনের পর রাজ্যের একাধিক জায়গা থেকে উঠে এসেছে নানান অশান্তির ছবি।

    তাই পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে এসেছে বিজেপির চার সদস্যের প্রতিনিধি দল। মঙ্গলবার তারা ডায়মন্ড হারবারের আলতাবেড়িয়ায় যাওয়ার সময় বিক্ষোভের মুখে পড়েন। আর তাদের পথ আটকে ছিল বিজেপি কর্মীরা। এই খবর ছড়িয়ে পড়তে চাপের মুখে পড়ে পদ্ম শিবির। এরপরেই অভিযোগ ওঠে এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছেন বিজেপি প্রার্থী অভিজিৎ দাস অর্থাৎ ববি।

    ই বিক্ষোভের জেরে মঙ্গলবার রাতে অভিজিৎকে শোকজ করে বিজেপি। এই প্রসঙ্গে দলের শৃঙ্খলারক্ষা কমিটির প্রধান প্রতাপ বন্দ্যোপাধ্যায়ের পাঠানো চিঠিতে বলা হয়েছে, মঙ্গলবার গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি হাজির হননি। শুধু তাই নয় কেন্দ্রীয় নেতৃত্বকে ঘেরাও, অনৈতিক মন্তব্যের পিছনে অভিজিৎকেই অভিযুক্ত করা হয়েছে। সেইজন্য আগামী সাত দিনের মধ্যে দলের কাছে লিখিতভাবে জবাবদিহি করার নির্দেশ দেওয়া হয়। বলা বাহুল্য, দক্ষিণ ২৪ পরগনায় বিজেপির দীর্ঘ দিনের কর্মী হিসাবেই বেশ পরিচিত অভিজিৎ। এবার তাঁকেই শোকজ নোটিশ পাঠাল বিজেপি।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments