Monday, May 29, 2023
HomeUncategorizedঅভিনয় জগত থেকে বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিলেন রজনীকান্ত!

অভিনয় জগত থেকে বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিলেন রজনীকান্ত!

দক্ষিণ ভারতের বিনোদন জগতের অন্যতম উজ্জ্বল নক্ষত্র রজনীকান্ত। প্রায় গত ৫ বছর ধরে দর্শকদের মন জয় করে রেখেছেন তিনি। তার অভিনয়ে নজর কেড়েছে সহস্র অনুরাগীর। দক্ষিণী সিনেমার জনপ্রিয়তার পেছনে তার অবদান অস্বীকার করা যায় না।

তবে সম্প্রতি শোনা যাচ্ছে রজনীকান্তের পান তশকের বেশি সময়ের কর্মজীবন নাকি এসেছে। নিজের 171 তম ছবি কাজ শেষ করে অভিনয় জগতে বিদায় জানাতে চান রজনীকান্ত।

ছবির নির্মাতা লোকেশ কনগরাজের সঙ্গে এই ছবিতে কাজ করার পরেই অভিনয় থেকে চির জীবনের মতো ছুটি নেবেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নাম যাদের তামিল ছবি নির্মাতা অভিষেক মস্কিন জানান, এই ছবিতে কাজ করার পরেই নাকি পতন হতে চলেছে রজনীকান্তের অভিনয় জীবনে। যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত মুখ খুলিনি রজনীকান্ত নিজে।

আপাতত মেয়ে ঐশ্বর্যা তারা পরিচালিত ছবি লালচে নামের কাজে ব্যস্ত রজনীকান্ত। সেই ছবি প্রথম ঝলকও সম্প্রতি মুক্তি পায়। ছবি শুটিং এর কারনেই মুম্বাইয়ে যাতায়াত বেড়েছে তার। এই ছবিতে মইন ভাইয়ের চরিত্রে দেখা যেতে চলেছে রজনীকান্তকে। এই ছবিতে মোহনলাল জ্যাকি শ্রফ এর মত অভিনেতাদের সঙ্গেও কাজ করতে দেখা যেতে পারে রজনীকান্ত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments