More
    Homeবিনোদনঅভিনেতাদের আচরণে কেন ক্ষুব্ধ শর্মিলা ঠাকুর?

    অভিনেতাদের আচরণে কেন ক্ষুব্ধ শর্মিলা ঠাকুর?

    “মেকআপ ভ্যান কতটা বড়, তা নিয়েও প্রতিযোগিতায় নামেন নতুন প্রজন্মের তারকারা।” অভিনেতাদের আচরণে কেন ক্ষুব্ধ শর্মিলা ঠাকুর? বলাবাহুল্য, এর আগে নতুন প্রজন্মের তারকাদের উচ্চপারিশ্রমিক এবং ভরণপোষণের খরচ নিয়ে চড়া সুর তুলেছিলেন পরিচালক অনুরাগ কাশ্যপ। জানিয়েছিলেন এর জেরে অনেকটাই বেড়ে যায় প্রোডাকশনের খরচ। এ বার ঠিক এই প্রসঙ্গেই মুখ খুললেন বর্ষীয়ান অভিনেত্রী। তিনি জানান এখনকার অভিনেতারা নাকি তাঁদের মেকআপ ভ্যান কতটা বড়, তা নিয়েও প্রতিযোগিতায় নামেন। যার জেরে স্বাভাবিকভাবেই বৃদ্ধি পায় সার্বিক ভাবে ব্যয়ভার এবং অবশ্যই পারিশ্রমিক। এখানেই শেষ নয়, বর্তমান প্রজন্মের তারকাদের মানসিকতা প্রসঙ্গেও বলতে গিয়ে অভিনেত্রী বলেন, “আমি যখন ‘আরাধনা’র জন্য পুরস্কৃত হই, তখন নার্গিস এবং ওয়াহিদা রহমান দর্শকাসনে। মঞ্চে গানও গেয়েছিলেন কিশোর কুমার। তখন উদযাপনে সকলে সামিল হতেন। কিন্তু এখনকার সময়টা আলাদা। এখন এই ধরনের অনুষ্ঠানে কেউ কারও সঙ্গে কথা বলেন না! পুরস্কার না পেলে অনেকে উপস্থিতও হন না ।”

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments