Wednesday, June 7, 2023
HomeUncategorizedঅভিনেতার পাশাপাশি একজন প্রতিভাশালী সুরকার ছিলেন মহানায়ক! যেভাবে বোম্বে ইন্ডাস্ট্রিকে মজা দেখিয়েছিলেন...

অভিনেতার পাশাপাশি একজন প্রতিভাশালী সুরকার ছিলেন মহানায়ক! যেভাবে বোম্বে ইন্ডাস্ট্রিকে মজা দেখিয়েছিলেন তিনি

বাংলার মহানায়ক উত্তম কুমার। বাংলা সিনেমা কে যিনি চিরকালের মতো নিজের কাছে ঋণী করে রেখেছেন। আজও তার নাম শুনলেই সম্মান শ্রদ্ধা ও ভালোবাসায় বুক ভরে ওঠে বাঙালিদের। বাংলা সিনেমার গর্ব তিনি।

সিনেমায় পর্দায় তার অভিনয়ে ম্যাজিকের সমতুল্য। অরুন কুমার হিসেবে জন্ম নিলেও নিজের প্রতি ভাই তিনি হয়ে ওঠেন বাঙালির মহানায়ক “উত্তম কুমার”। তার এই বিপুল খ্যতির পিছনে ছিল সহস্র ত্যাগ ও পরিশ্রম। বহুমুখ বহুমুখী প্রতিমার অধিকারী ছিলেন তিনি।

অসম্ভব সুন্দর চেহারা তার চোখ ধাঁধানো চাহনি আর অভিনয়ের দক্ষতা তাকে মহামায়াত বানালেও আরো অনেক প্রতিভাশালী ছিলেন আমাদের মহানায়ক। দারুন গায়ক ও সুরকার ছিলেন তিনি। অনেক ভালো গায়কের থেকে অনেক ভালো বলা ছিল মহানায়কের। তবে জানা যায় আশা ভোঁসলে একবার তার গানকে অবজ্ঞা করে বসেছিলাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments