More
    Homeবিনোদনঅভিনেতা সইফআলি খানের ওপর হামলা! কোথায় ছিলেন সে’সময় করিনা কাপুর?

    অভিনেতা সইফআলি খানের ওপর হামলা! কোথায় ছিলেন সে’সময় করিনা কাপুর?

    অভিনেতা সইফআলি খানের ওপর হামলা। কোথায় ছিলেন সে’সময় করিনা কাপুর? জল্পনা চলছিল নানারকম। তবে সমাজমাধ্যমে ছবি প্রকাশ্যে আসতেই বোঝা গেল সইফ যখন রক্তাক্ত, তার কিছুক্ষণ আগেই হাউস পার্টিতে মেতেছিলেন স্ত্রী, অভিনেত্রী করিনা কাপুর খান। গার্লস নাইট আউটে দেদার মজা করছিলেন তিনি। নিজের ইন্সটাগ্রামে একটি স্টোরি শেয়ার করে বোন করিশ্মা কাপুর, বান্ধবী সোনম কাপুর ও রেহা কাপুরকে ট্যাগ করেছেন তিনি এবং পাশাপাশি সেই ছবিতেই লেখা ‘গার্লস নাইট’ সঙ্গে কিছু পানীয়র ছবি। ফলে ভয়াবহ হামলার বিন্দুমাত্র টের পাননি তখন কেউ। হামলার পর অবশ্য বাড়ির নীচে উদ্বিগ্ন অবস্থায় করিনাকে ঘোরাঘুরি করতে দেখা গেছে। কখনও কথা বলছেন, কখনও ফোন করেছেন। সেই ভিডিও ভাইরাল নেট পাড়ায়। তবে আদতেই হামলার সময় কোথায় ছিলেন সইফ ঘরণী তা এখনো স্পষ্ট নয়। সইফ লীলাবতী হাসপাতালে ভর্তি। অভিনেতার স্ত্রী করিনাও বর্তমানে সেখানেই রয়েছেন।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments