অভিশপ্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস: কলকাতায় পৌঁছতেই মেয়রকে ধরে কান্নায় ভেঙে পড়লেন সকলে!
সোমবার সকালে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। রাঙাপানির কাছে ট্রেনটি লাইনচ্যুত হয়ে ভেঙে পড়ে সকাল ৮:৪৫ মিনিট নাগাদ। প্রাথমিকভাবে মৃত্যু হয় একাধিক যাত্রীর। বহু যাত্রী আহত হন এবং তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। উদ্ধারকারীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। দ্রুত শুরু হয় উদ্ধার কাজ। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
রেল কর্তৃপক্ষের দ্রুত সিদ্ধান্ত ছিল সুস্থ যাত্রীদের নিয়ে ট্রেনটি কলকাতা ফেরানো। বিকেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসে ট্রেনটি প্রথমে মালদহ যাত্রা করে।এর পর সন্ধ্যায় ট্রেনটি শিয়ালদহের উদ্দেশ্যে রওনা হয়।
মঙ্গলবার ভোর ৩:২০মিনিটে ট্রেনটি শিয়ালদহ পৌঁছায়।ট্রেনে মোট ১২৯৩ জন যাত্রী ছিলেন। যাত্রীদের অপেক্ষায় শিয়ালদা স্টেশনে ছিলেন ফিরহাদ হাকিম,স্নেহাশীষ চক্রবর্তী এবং শিয়ালদা স্টেশনের বিভিন্ন আধিকারিক।স্টেশনে নামার পর অনেক যাত্রীই কান্নায় ভেঙে পড়েন। আবার অনেকে ফিরহাদ হাকিমকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন। তাদের মুখে ছিল মৃত্যুর ভয় এবং ভয়ঙ্কর অভিজ্ঞতার ছাপ। রাজ্য সরকার যাত্রীদের বাড়ি ফেরার ব্যবস্থা করে।এই ঘটনায় কতজনের মৃত্যু হয়েছে তার সঠিক সংখ্যা এখনও জানা যায়নি।এই দুর্ঘটনার কারণ তদন্ত চলছে।