অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে কোটি কোটি টাকা তোলাবাজি। দাবি করতেন তাঁর সঙ্গে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের প্রভাবশালী লোকজনের সঙ্গে তাঁর ভালো যোগাযোগ রয়েছে। টাকা দিলে অভিষেককে দিয়ে কাজও করিয়ে দেবে। এভাবেই কোটি কোটি টাকা তুলতো নিউ টাউনের কৌশিক সরকার। তার চেহারা, আদবকায়দা দেখে লোকে মনেও করতো সে যে সে লোক নয়। প্রচুর ক্ষমতা রয়েছে। এমনকী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে ছাপানো লেটারহেড প্যাড থাকতো। তা দেখে লোকের মনে কোনও সন্দেহও দেখা দিতো না। কিন্তু শেষমেশ তার জারি জুরি ধরা পড়ে যায়। আপাতত প্রতারকের ঠিকানা শ্রীঘর। ধৃত কৌশিক এলাকায় তৃণমূল নেতা নামেই পরিচিত। তার বিরুদ্ধে এর আগেও প্রতারণার অভিযোগ উঠেছিল। জানা গিয়েছে শীর্ষ নেতার নাম করে জমিবাড়ি নিয়েও প্রচুর টাকা আত্মসাৎ করেছিল কৌশিক। এনিয়ে কানাঘুষো শোনাও যায় এলাকায়।
কিছুদিন আগে এক ব্যবসায়ী শেক্সপিয়র থানায় অভিযোগ করে জানান তাঁর একটা কাজ করে দেবে বলে টাকা নিয়েছিল কৌশিক। পরে ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসের সামনে তাঁকে ডাকে সে। কিন্তু তাঁর সঙ্গে দেখা না করিয়ে ওই ব্যবসায়ীকে সে জানান অভিষেক নেই। সে কারণে তাঁর সঙ্গে দেখা যাবে না। দু দফায় বেশ কিছু টাকাও নেয় কৌশিক। ব্যবসায়ীর অভিযোগ খতিয়ে দেখে তাকে চিনার পার্ক এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। এলাকার লোকজনের দাবি ধৃত কৌশিক বরু লোকের কাছ থেকে অভিষেকের নাম করে টাকা তুলেছে।