বছর আড়াই আগে মানহানির মামলা দায়ের করেছিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মামলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সমন পাঠাল বিধানগরের সাংসদ বা বিধায়কদের জন্য নির্ধারিত বিশেষ আদালত। আগামী ২২ ফেব্রুয়ারি সকাল ১০ টায় শাহ বা তাঁর আইনজীবীকে সশরীরের আদালতে হাজিরা দিতে হবে।
বিশেষ আদালতের বিচারক জানিয়েছেন, ভারতীয় দণ্ডবিধির ৫০০ ধারায় যে মানহানির ধারায় মামলা করা হয়েছে, তার উত্তর দেওয়ার জন্য শাহকে সশরীরে আদালতে হাজির থাকতে হবে বা কোনও আইনজীবীর মাধ্যমে উত্তর দিতে হবে।
একটি বিবৃতিতে অভিষেকের আইনজীবী সঞ্জয় বসু জানিয়েছেন, ২০১৮ সালের ১১ অগস্ট মেয়ো রোডে বিজেপির একটি সভায় অভিষেকের উদ্দেশে মানহানিকর মন্তব্য করেছিলেন শাহ। তার ভিত্তিতে ২৮ অগস্ট মানহানির মামলা দায়ের করেছিলেন অভিষেক। সেই মামলায় শাহকে সমন পাঠানো হয়েছে। সূত্রের খবর, ওই সভা থেকে দুর্নীতির অভিযোগে বিঁধেছিলেন শাহ। সারদা, রোজভ্যালির মতো চিটফান্ড, সিন্ডিকেটের রমরমা-সহ রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ‘দুর্নীতির একটি সিরিজ চালিয়ে যাচ্ছেন’ বলেও অভিযোগ করেছিলেন।