‘অমিত শাহকে ওমিট করুন’। হাইভোল্টেজ সফরের আগে নামখানায় অমিত শাহের সভাস্থলের কাছে এমনই ব্যানাল দিল সিপিআইএমের ছাত্র সংগঠন এসএফআই। চক দিয়ে রাস্তায় লিখেও শাহী সফরের প্রতিবাদ জানানো হয়েছে।
দু’দিনের বাংলা সফরে বুধবার রাতের দিকে কলকাতায় এসেছেন শাহ। রাতে নিউ টাউনের একটি হোটেল ছিলেন। বৃহস্পতিবার সকালে সেখানে বিএসএফ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। তারপর পুরোপুরি রাজনৈতিক কর্মসূচি শুরু করার কথা আছে। প্রথমে গঙ্গাসাগরে কপিল মুনির আশ্রমে পুজো দেবেন। সেখানে স্নান করার কথা থাকলেও সে বিষয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। সেখান থেকে হেলিকপ্টারে করে নামখানা যাবেন। বেলা ১২ টা ৫০ মিনিট নাগাদ শেষ অর্থাৎ পঞ্চম ‘পরিবর্তন যাত্রা’-র (রথযাত্রা) সূচনা করবেন। সেই নামখানার সভাস্থলের কাছেই বৃহস্পতিবার সকালে ‘অমিত শাহকে ওমিট করুন’ লেখা ব্যানার দেখা যায়। লাল কালিতে লেখা সেই ব্যানার লাগিয়েছে এসএফআই। বাম ছাত্র সংগঠনের দাবি, শাহের সফরের প্রতিবাদ জানানোর জন্য ব্যান্যার লাগানো হয়েছে। একইসঙ্গে চাকরির যে প্রতিশ্রুতি দিয়েছিল নরেন্দ্র মোদী সরকার, তা পূরণ হয়নি বলেই প্রতিবাদ জানানো হচ্ছে।