অমিত শাহ ‘দেশের হনুমান’! মন্তব্য প্রকাশ্যে আসতেই সমালোচনার মুখে বরুণ ধাওয়ান। পাল্টা জবাব দিলেন অভিনেতাও। এই মুহূর্তে নিজের আসন্ন ছবি ‘বেবি জন’-এর প্রচার নিয়ে ব্যস্ত তিনি। এই ছবিকে ঘিরেই বিতর্কের সূত্রপাত বলা চলে। ‘বেবি জন’ ছবিকে ঘিরে এক আলোচনাসভায় যোগ দেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর সেইখানেই অমিত শাহকে এমন আখ্যা দেন বরুণ। আলোচনার মাঝেই স্বরাষ্ট্রমন্ত্রীকে বরুণ প্রশ্ন করেন, “রাম ও রাবণের মধ্যে প্রধান পার্থক্য কী?” সেই প্রশ্নের উত্তরই খুব সহজভাবে দেওয়ায় তাতে অভিভূত হয়ে বরুণ বলেন, “মানুষ আপনাকে ‘রাজনীতির চাণক্য’ বলে। কিন্তু আমি বলব, আসলে আপনি ‘দেশের হনুমান’। কারণ, আপনি নিঃস্বার্থ ভাবে দেশের সেবা করেন। অভিনেতারা সংলাপ মুখস্থ করে এত স্পষ্ট কথা বলতে পারে না যতটা আপনি সহজভাবে উত্তর দিলেন।’’ এই ঘটনাকে ঘিরে সমালোচনা বাড়তেই স্পষ্ট জানিয়ে দেন বরুণ, “যে যা বলার বলুক। আমার কিছু খারাপ লাগলে আমি খোলাখুলি বলে দেব।”