Wednesday, June 7, 2023
HomeUncategorizedঅয়ন্তিকার জন্যই এক হতে পারলো ঋতুরাজ-ঋতাভরী, কুর্নিশ দর্শকদের!

অয়ন্তিকার জন্যই এক হতে পারলো ঋতুরাজ-ঋতাভরী, কুর্নিশ দর্শকদের!

স্টার জলসার অন্যতম চর্চিত ধারাবাহিক হলো গুড্ডি। এই ধারাবাহিকটি সবসময়ই সমালোচনার শীর্ষে অবস্থান করে। নানান ঘটনার পর 18 বছর কেটে গিয়েছে।অয়ন্তিকা ও ঋতুরাজ এর বিয়ের দিন এসে গিয়েছে যদিও ঋতাভরী কখনোই শাড়ি পড়েনি। কিন্তু ওর বন্ধু অয়ন্তিকা ওকে জোর করে লাল রঙের শাড়ি চুলে লাল গোলাপ দিয়েছে। আর বারবারই মনে হচ্ছিল ওকে বোকা বোকা লাগছে।

কিন্তু অয়ন্তিকা বিয়ের আসরে গিয়ে সমস্ত পুরনো কথা একটা গল্পের আকারে সবাইকে বলছে। গুড্ডি তখন বলে এই কথাগুলো বলার তো কোন মানে নেই। ঠিক একইভাবে ঋতুরাজের মাম মাম সেও বলে এইসব কথা তাদের বলার কী কারণ সে এখন যেন গিয়ে বিয়েতে বসে। কিন্তু অয়ন্তিকা তার গল্প শেষ না হওয়া অব্দি কিছুতেই বিয়েতে বসবে না এমনটাই বলে।

কিন্তু শেষ অব্দি ঋতুরাজের সঙ্গে বিয়ে হয় ঋতাভরীর আর ঋকবেদের সঙ্গে বিয়ে হয় অয়ন্তিকার। ঋতুরাজ সবকিছুর জন্যই ধন্যবাদ জানাচ্ছে অয়ন্তিকাকে। এই অয়ন্তিকার জন্যই সে পেয়েছে ঋতাভরীকে। অবন্তিকা বলছি এখন থেকে সেই আর ঋকবেদেকে কিন্তু শুধু বন্ধু নয় খুব ভালোবাসে তারা দুজন দুজনকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments