অরিজিতের কণ্ঠে ‘আমি শুনেছি সেদিন!’ ‘বমি বমি পাচ্ছে…!’ ‘কৃত্রিম বুদ্ধিমত্তা’র কারসাজি! এমনটাই ভাবছেন শিল্পী মৌসুমী ভৌমিক।
সম্প্রতি সমাজমাধ্যমে তাঁর গানের একটি রিমেক ভার্সন শেয়ার করেছেন মৌসুমী। যেখানে রয়েছে অরিজিৎ সিংয়ের ছবি।
গানের কণ্ঠও হবহু অরিজিতের। তবে সত্যিই তিনি গেয়েছেন কিনা, সেই নিয়ে সংশয় প্রকাশ করেছেন স্বয়ং মৌসুমী ভৌমিকও। নিজেই ক্যাপশনে লেখেন, ‘‘আমার মনে হয় এটি কৃত্রিম বুদ্ধিমত্তার কারসাজি।
আমি এই মাত্র পুরো গানটি শুনলাম। এবং শোনার পর আমার বমি বমি পাচ্ছে। আমি আসলেই একেবারেই পিছিয়ে পড়েছি।