“কিশোর কুমার, অলকা, শ্রেয়া, সুনিধির কপালে জোটেনি পদ্মশ্রী…”, অরিজিৎ সিংয়ের পদ্মশ্রী সম্মান পাওয়ার পরেই বিস্ফোরক সোনু নিগম। গত ২৫ জানুয়ারি, শনিবার ঘোষণা হয়েছে পদ্মশ্রী পুরস্কার জয়ীদের নাম। সেই তালিকাতেই নাম রয়েছে বাংলার অরিজিৎ সিংয়ের। আর তাই নিয়েই এ বার সুর চড়ালেন গায়ক। সম্প্রতি সামনে এসে সোনু নিগমের একটি ভিডিয়ো যেখানে স্পষ্টতই দেখা যায় এই নামের তালিকা নিয়ে খুব বেশি খুশি হননি তিনি। ভিডিয়োটি নিজেই সমাজমাধ্যমে পোস্ট করেছেন সোনু। যেখানে তাঁকে বলতে শোনা যায়, “যেই দু’জন শিল্পী প্রজন্মের পর প্রজন্ম সবাইকে অনুপ্রেরণা জুগিয়ে এসেছেন, তাঁর মধ্যে একজন মহম্মদ রফি সাহেব যাঁকে শুধু পদ্মশ্রী দিয়েই ক্ষান্ত থাকা হয়েছে আর অন্য দিকে কিশোর কুমার, যাঁর কপালে পদ্মশ্রীও জোটেনি। প্রয়াণের পরেও তো পুরস্কার দেওয়া যায় তাই না?” গায়ক আরও বলেন, ‘আর যাঁরা রয়েছেন? অলকা ইয়াগনিকের এত দুর্দান্ত দীর্ঘদিনের কর্মজীবন হওয়া সত্ত্বেও তাকে তো পুরস্কার দেওয়া হয়নি। শ্রেয়া ঘোষালকেই দেখুন, এত দিন ধরে নিজের প্রতিভার প্রমাণ দিয়ে আসছেন, ওর কী পুরস্কার প্রাপ্য নয়? আর সুনিধি চৌহান? এত রকমের গান গেয়ে পুরো প্রজন্মকে মাতিয়ে রাখছেন, ওকেও কোনও পুরস্কার দেওয়া হল না। এটা কি ন্যায্য?’ প্রশ্ন তুলেছেন গায়ক। যদিও ওই ভিডিয়ো বার্তায় সোনু অরিজিতের নাম না নিলেও গায়কের ভিডিয়ো দেখে অনেকেই মনে করছেন অরিজিৎকেই নিশানা করেছেন তিনি। যদিও এই প্রসঙ্গে কোনও মন্তব্যই ভেসে আসেনি ‘পদ্ম’জয়ী অরিজিতের পক্ষ থেকে।