“প্রাক্তন সাংসদ চোর চট্টা। অর্জুন সিং শুভেন্দু অধিকারীর গাড়ি করে পালিয়ে গেছে। তবে বেশি পালাতে পারবে না অর্জুন ” বিজেপি নেতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন জগদ্দল এর বিধায়ক সোমনাথ শ্যাম। প্রসঙ্গত মেঘনা মিলের সামনে হওয়া শুট আউট ও গণ্ডগোলের ঘটনায় প্রাক্তন সাংসদ অর্জুন সিং কে বারবার তদন্তের স্বার্থে তলব করছে জগদ্দল থানার পুলিশ। কিন্তু তিনি বারবার জানিয়ে দিয়েছেন যে তিনি থানায় যাবেন না। শুক্রবারও পুলিশের তরফ থেকে ২ টো সময় তদন্তের স্বার্থে তাকে থানায় তলব করা হয়। কিন্তু তিনি যাবেনা বলে জানা গেছে। উল্টে তিনি হাই কোর্টের দ্বারস্থ হবেন বলে জানা গেছে। এমন পরিস্থিতিতে জগদ্দল এর বিধায়ক সোমনাথ শ্যাম শুভেন্দু অধিকারীর গাড়িতে উঠে তার সাথে অর্জুন সিং এর চলে যাওয়া নিয়ে তীব্র কটাক্ষ করেন। তার দাবি অর্জুন সিং যা বোঝাচ্ছে শুভেন্দু অধিকারী সেটাই বুঝছে । কারণ পুলিশের সিসি টিভি ফুটেজ অর্জুন সিং কে তার লোকজনের সাথে গণ্ডগোলের মুহূর্তে দেখা যাচ্ছে।