Monday, May 29, 2023
HomeUncategorizedঅর্ধাঙ্গিনী: প্রাক্তন ও বর্তমানকে ঘিরে এক পুরুষের হৃদয়যুদ্ধের এক কাহিনী, সম্প্রতি প্রকাশিত...

অর্ধাঙ্গিনী: প্রাক্তন ও বর্তমানকে ঘিরে এক পুরুষের হৃদয়যুদ্ধের এক কাহিনী, সম্প্রতি প্রকাশিত হলো ছবির ট্রেলার

 

 

কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ‘অর্ধাঙ্গিনী’ নামে একটি চলচ্চিত্র অতীত এবং বর্তমান, একজন পুরুষের জীবনের দুই নারী চরিত্র এবং তাদের ঘিরে হৃদয়যুদ্ধই চিত্রিত করা হয়েছে। চূর্ণী গঙ্গোপাধ্যায়, জয়া আহসান, এবং কৌশিক সেন ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করবেন, যা শুক্রবার প্রকাশিত একটি ট্রেলারে পূর্বরূপ দেখানো হয়েছে।

 

ছবিটিতে, চূর্ণী গঙ্গোপাধ্যায় কৌশিক সেনের চরিত্রের প্রাক্তন পত্নীর চরিত্রে অভিনয় করেছেন এবং জয়া আহসান তার বর্তমান স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন। গল্পে এক পর্যায়ে কৌশিকের চরিত্র কোমায় চলে যায়, গল্পটি সেই দ্বন্দ্বকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে যেখানে তার অতীত এবং বর্তমান সম্পর্কের মধ্যে সংঘর্ষের দিকে নিয়ে যায়।

 

‘অর্ধাঙ্গিনী’ সিনেমাটি ২ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। চূর্ণী, জয়া এবং কৌশিকের পাশাপাশি ছবিটিতে উল্লেখযোগ্য ভূমিকায় অভিনয় করেছেন লিলি চক্রবর্তী এবং অম্বরীশ ভট্টাচার্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments