More
    Homeঅনান্যঅল্প সময়ে ব্রাইট, ইয়াংগার লুকিং ও ফ্ললেস স্কিন পাওয়ার সিক্রেট!

    অল্প সময়ে ব্রাইট, ইয়াংগার লুকিং ও ফ্ললেস স্কিন পাওয়ার সিক্রেট!

    আদৌ সম্ভব কি একদম ফ্ললেস স্কিন পাওয়া?

    দাগহীন উজ্জ্বল ত্বক সবারই কাম্য। আপনি হয়তো ভাবছেন কতশত বিউটি টিপস ফলো করে, দামি প্রোডাক্ট ইউজ করে, পার্লারে অজস্র সময় নষ্ট করেও তো পায়নি একদম ঝকঝকে স্কিন! আগেই বলে রাখি, কোনো ক্রিমই রাতারাতি আপনাকে উজ্জ্বল করে দিতে পারবে না। এটা তো নিশ্চয়ই মানবেন যে ডিপ লেয়ার থেকে স্কিনকে হেলদি আর উজ্জ্বল করে তুলতে সময়, অধ্যবসায় আর সঠিক নিয়মে পরিচর্যার প্রয়োজন। কিন্তু রাতারাতি ফ্ললেস স্কিন পাওয়া সম্ভব নয়! তবে প্রোপার স্কিনকেয়ার, পরিমিত ঘুম, হেলদি লাইফ স্টাইল এ সবকিছু মিলিয়ে আপনার কাঙ্ক্ষিত স্কিন পাওয়াটা অসম্ভব কোনো ব্যাপার না। একটু সময় দিতে হবে আর কী!

     

     

     

    অল্প সময়ে ব্রাইট স্কিন কীভাবে পাবো?

    সুন্দর ত্বকের সিক্রেট হচ্ছে সঠিক প্রোডাক্ট দিয়ে ত্বকের নিয়মিত যত্ন করা। জেনেটিক্যালি হয়তো আপনার স্কিন সুন্দর হতে পারে, তবে সেটা মেনটেইন করতেও পরিচর্যা করতে হবে। মূলত ত্বকের নারিশমেন্ট-এর দিকে নজর দিন। নিয়ম করে একটা নির্দিষ্ট স্কিন কেয়ার রুটিন যদি মেনে চলেন আর একবার যদি আপনি আপনার ত্বকের জন্যে সঠিক জিনিসগুলি বেছে ফেলতে পারেন, তাহলেই আপনার অর্ধেক কাজ খতম। মেকআপ ছাড়াই মুখে গ্লো বা উজ্জ্বল আভা আনতে স্কিন কেয়ারে এমন প্রোডাক্টগুলি বেছে নিন যেগুলো আপনার ত্বকের যথার্থ বন্ধু হয়ে উঠতে পারে এবং ভেতর করে কাজ করে ত্বককে হাইয়েস্ট বেনিফিট দিতে পারে। এজিং সাইনস দেখা দেওয়ার আগেই ত্বকের যত্ন নেওয়া স্টার্ট করুন।

     

     

    শুরু করুন আজই

    স্কিন কেয়ারের ক্ষেত্রে কোন বিষয়গুলো মেনে চলা উচিত, সেটা পর্যায়ক্রমে বলে দিচ্ছি। আশা করি আজকের ফিচারটি আপনাদের জন্য হেল্পফুল হবে।

     

    ১) ডাবল ক্লেনজিং

    ডাবল ক্লেনজিং প্রসেস ফলো করুন। এই প্রক্রিয়ায় ত্বকের গভীর থেকে ময়লা, দূষণ, ঘাম, অতিরিক্ত অয়েল ও মেকআপ পার্টিকেলস রিমুভ হয়ে যায়। এক্ষেত্রে ব্যবহার করুন ক্লেনজিং অয়েল আর জেল বা ফোম বেইজড ক্লেনজার। শুধুমাত্র ফোম ক্লেনজার দিয়ে ত্বকের গভীর থেকে ডার্ট, সানস্ক্রিন, মেকআপ রিমুভ হয় না। অয়েল ক্লেনজার ত্বকের অতিরিক্ত সিবাম আর ইমপিওরিটিস বের করে আনে। ফোম বা জেল ক্লেনজার ত্বকের উপরিভাগের ময়লা রিমুভ করে স্কিনকে প্রোপারলি পরিস্কার রাখে। প্রতিদিন রাতে ডাবল ক্লেনজিং করতে ভুলবেন না।

     

     

     

    ২) এক্সফোলিয়েশন

    এক্সফোলিয়েশন হলো মোলায়েম ত্বক পাওয়ার গোপন রহস্য! ডেড সেলস, ব্ল্যাকহেডস না রিমুভ করলে আপনার স্কিন টেক্সচার মসৃণ দেখাবে না আর স্বাভাবিক কোষ পুনর্গঠনও বাঁধা পাবে। নিউট্রিয়েন্ট রিচ ইনগ্রেডিয়েন্টস সমৃদ্ধ প্রোডাক্ট সিলেক্ট করুন। সপ্তাহে ২ বার এক্সফোলিয়েট করাই যথেষ্ট। মাইল্ড বিডসযুক্ত স্ক্রাব আপনার জন্য বেস্ট অপশন।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments