More
    Homeতথ্য প্রযুক্তিঅশান্তি ছড়াতে পারে, টুইটারকে ১২০০ অ্যাকাউন্ট বন্ধ করতে নয়া আর্জি জানাল কেন্দ্র

    অশান্তি ছড়াতে পারে, টুইটারকে ১২০০ অ্যাকাউন্ট বন্ধ করতে নয়া আর্জি জানাল কেন্দ্র

    অশান্তি ছড়াতে পারে, সেই জন্য ১২০০ অ্যাকাউন্ট বন্ধ করার জন্য টুইটারকে চিঠি পাঠিয়েছে ভারত সরকার। এর আগে একটি উস্কানিমূলক হ্যাশট্যাগ ব্যবহার করার জন্য ২৫৭টি অ্যাকাউন্ট বন্ধ করতে বলেছিল ভারতীয়। সাময়িক ভাবে সেই সিদ্ধান্ত মেনে নিলেও তারপরে সেই অ্যাকাউন্টগুলিকে আনব্লক করার সিদ্ধান্ত নেয় টুইটার। যেই নিয়ে ইতিমধ্যেই তাদের সঙ্গে ভারত সরকারের সংঘাত চলছে। এর মধ্যে এই নয়া আর্জি জানাল কেন্দ্র।

    সূত্রের খবর তিনদিন আগে সরকারের পক্ষ থেকে ১১৭৮ অ্যাকাউন্ট বন্ধ করার তালিকা দেওয়া হয় টুইটারকে। এখনও তারা সেই কাজ করেছে কিনা জানা যায় নি।সরকারি সূত্রে বলা হয়েছে চিহ্নিত অ্যাকাউন্টগুলির মধ্যে বেশ কিছু বট, অন্যগুলি ভিন দেশীদের অঙ্গুলিহেলনে চলছে। আইটি আইনের ৬৯ (এ) ধারায় নির্দেশিকা দেওয়া হয়েছে আইনশৃঙ্খলা রক্ষার কারণ দর্শিয়ে। এর আগে কৃষক গণহত্যার অভিযোগ সম্পর্কিত টুইট করা অ্যাকাউন্ট ডিলিট না করার জন্য সরকারের রোষের মুখে পড়ে টুইটার। কেন্দ্র বলে যে টুইটারের কোনও অধিকার নিজের মতো আইনের ব্যাখ্যা করার।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments