উত্তর ২৪ পরগনার অশোকনগরে তেলের খনির সন্ধান পেয়েছে ওএনজিসি। ইতিমধ্যেই সেখানে তেল উত্পাদনের জন্য কোমর বেঁধে মাঠে নেমেছে কেন্দ্রীয় সরকার। এহেন অবস্থায় অশোকনগরে তৈল ভান্ডার খননের জন্য কেন্দ্রকে বিনামূল্যে জমি দেওয়ার কথা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রী জানান, ‘আমরা চাই রাজ্যে শিল্প আসুক। তাই আমরা বলেছি ওখানে যে জমি অধিগ্রহণ করতে হবে তা আমরা বিনামূল্যে কেন্দ্রের হাতে তুলে দেবো।’
এদিন মুখ্যমন্ত্রী জানান, গত ২১ ডিসেম্বর কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে আমি একটি চিঠি লিখেছি। অশোকনগরে তেল উত্পাদন কেন্দ্র গড়ে উঠলে বাংলায় শিল্প হবে। গড়ে উঠবে অনুসারী শিল্প। হলদিয়ায় তেল সংশোধনাগার রয়েছে। দুইয়ের সংযোগে উন্নত শিল্প গড়ে ওঠা সময়ের অপেক্ষা। এই বড় শিল্পকে মাধ্যম করে ওই অঞ্চলে গড়ে উঠবে মাঝারী, ছোট শিল্প। যার জেরে ওই অঞ্চলে আর্থসামাজিক চিত্র পাল্টে যাবে। চাকরির সুযোগ তৈরি হবে। পাশাপাশি, তেল উত্পাদন কেন্দ্র ও প্রয়োজনীয় পরিকাঠামোর জন্য ৪০ একর জমি চেয়েছে ওএনজিসি। অশোকনগর ও ব্যারাকপুর অঞ্চলে জমি চাওয়া হয়েছে। এর বিনিময়ে টাকা দেওয়ার কথাও জানিয়েছিল সংস্থাটি। কিন্তু বিনামূল্যেই তাঁদের জমি দেওয়া হবে বলে এদিন জানালেন মুখ্যমন্ত্রী।
এদিন মুখ্যমন্ত্রী আরও জানান, ‘আমরা এই প্রকল্পের জন্য পূর্ণ-সহযোগিতা করছি কেন্দ্রের সঙ্গে। এবং চেষ্টা করছি যাতে দ্রুত এই প্রকল্প শুরু করা সম্ভব হয়। এবং ওই এলাকায় যে ৩০০ জন মানুষ বসবাস করেন তাদের পুনর্বাসন এবং তাদের চাকরিরও ব্যবস্থা করা হচ্ছে।’
প্রসঙ্গত, ২০১৮ সাল থেকে উত্তর ২৪ পরগনার অশোকনগরের তেল ও গ্যাসের অনুসন্ধান শুরু করে ওএনজিসি। মাস কয়েক আগে সেই তেলের গুণগত মান পরীক্ষা করা হয় সংস্থার তরফে। সেখানে আশানুরূপ ফল আসার পর ওই এলাকা থেকে তেল উত্তোলনের সিদ্ধান্ত নেয় সরকার। সম্প্রতি অশোকনগরে বাইগাছি মৌজায় সেই প্রকল্পকে জাতির উদ্দেশে উত্সর্গ করেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।