More
    Homeখবরঅশ্বিনের অপরাজিত সেঞ্চুরি

    অশ্বিনের অপরাজিত সেঞ্চুরি

    ১৪৪/৬ থেকে ৩৩৯/৬। দুরন্ত লড়াই সপ্তম উইকেটে। অশ্বিনের অপরাজিত সেঞ্চুরি। জাদেজার যোগ্য সঙ্গে অপরাজিত ৮৬ রান। ১৯৫ রানের অটুট পার্টনারশিপ। টপ অর্ডারের ব্যাটিং বিপর্যয়ের পর দলকে টেনে নিয়ে যান এই জুটি। দু’জনে নিয়ে যান সেফ জোনে। ১১৪ বলে ১০০ রানের পার্টনারশিপ সম্পূর্ণ করেন। ১৭৫ বলে ১৫০ রান সম্পূর্ণ করেন এই জুটি। প্রথম দিনের শেষে ভারত ৮০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৩৯ রান তুলেছে। আটে নামা রবিচন্দ্রন অশ্বিন ১০ চার ও ২ ছয়ের সাহায্যে ১১২ বলে ১০২ রানে অপরাজিত আছেন। রবীন্দ্র জাদেজাও সমসংখ্যক চার ও ছয় হাঁকিয়ে ১১৭ বলে ৮৬ রানে নট আউট রয়েছেন। আর শুরুতে ছিল টপ অর্ডারের ফ্লপ শো। রোহিত-বিরাট দু’জনেই ৬ রানের বেশি করতে পারেননি। শুভমন খাতাই খুলতে পারেননি। যশস্বী জয়সওয়াল ৫৬ করে সামাল দেন। দীর্ঘদিন পর টেস্ট খেলতে নামা ঋষভ পন্থ করেন ৩৯, লোকেশ রাহুল ১৬ রান করেন।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments