Wednesday, June 7, 2023
HomeUncategorizedঅসাধারণ কাজ মেকআপ আর্টিস্টদের, নিজের ছবি দেখে নিজেকে চিনতেই পারলেন না চঞ্চল...

অসাধারণ কাজ মেকআপ আর্টিস্টদের, নিজের ছবি দেখে নিজেকে চিনতেই পারলেন না চঞ্চল চৌধুরী!

 

 

পরিচালক সৃজিত মুখোপাধ্যায় মৃণাল সেনের বায়োপিক বানাচ্ছেন। সৃজিৎ মুখোপাধ্যায় মৃণাল সেনের মৃত্যুর দিনে এই ছবির ঘোষণা করেছিলেন। ছবির নাম হল পদাতিক। মৃণাল সেনের চরিত্রে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। মৃণাল সেনের স্ত্রী চরিত্র দেখা যাবে মনামী ঘোষকে। যা দেখে হতভাগ নেট দুনিয়া।

 

এই ছবিতে চঞ্চল চৌধুরীকে প্রস্তুতিক মেকআপ করিয়েছেন টলিউডের জনপ্রিয় মেকআপ আর্টিস্ট সোমনাথ কুন্ডু। যার দৌলাতেই চঞ্চল চৌধুরীকে পুরোটাই মৃণাল সেনের মতোই দেখতে লাগছে। তবে এবারে নিজেই নিজের লুক দেখে চমকে উঠলেন চঞ্চল চৌধুরী। সেটা তিনি সোশ্যাল মিডিয়ার অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন।

 

২০১৮ সালের ৩০ শে ডিসেম্বর মৃণাল সেন মারা যান। ২০২২ সালে ৩০ শে ডিসেম্বর পরিচালক এই ছবি র ঘোষণা করেছিলেন। পদাতিকে পোস্টার স্বয়ং শেয়ার করেছেন অমিতাভ বচ্চন। এই পোস্টটা শেয়ার করে তিনি নিজে পরিচালক কে শুভেচ্ছা জানিয়েছেন। বিগ বিয়ের শুভেচ্ছা আপ্লুত হয়ে পরিচালক জানিয়েছেন,” ধন্যবাদ স্যার, এটা আমাদের কাছে অনেক।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments