Wednesday, June 7, 2023
HomeUncategorizedঅসুস্থতার কারণে আর সৌমিতৃষাকে আর দেখা যাবে না মিঠাই চরিত্রে!

অসুস্থতার কারণে আর সৌমিতৃষাকে আর দেখা যাবে না মিঠাই চরিত্রে!

শেষের পথে দাঁড়িয়ে রয়েছে মিঠাই। একের পর এক ধারাবাহিক বন্ধ হয়ে যাচ্ছে টিআরপির অভাবে এবং তার বদলে আসতে থাকছে নতুন ধারাবাহিক। সেই জায়গায় দাঁড়িয়ে তিন বছর ছুতে চললে মিঠাই।

তবে ঠিক কিভাবে শেষ হবে মিঠাই তা নিয়ে রয়েছে সংশয়। জানা যাচ্ছে সৌমিত্র সব অসুস্থতার কারণে তাকে আর মিঠাই তে নাও দেখা যেতে পারে। তবে কিভাবে হবে এই ধারাবাহিকের এন্ডিং? শোনা যাচ্ছে মিঠাই সিডের ভাব হওয়ার সাথে নাকি আরও একটি খুশির খবরের সাথে শেষ হবে এই ধারাবাহিক।

প্রথম দেখে মিঠাই ও উচ্ছে বাবুর ভালোবাসা ও খুনসুটি বেশ প্রিয় দর্শকদের। মিঠাই ধারাবাহিক টি অন্য ধারাবাহিকের থেকে বেশ আলাদা। সাধারণত ধারাবাহিকের গল্প ধীরে ধীরে ছোট হতে থাকে। সেখানে ইতি টানার আগে একের পর এক নতুন চরিত্র দেখা যাচ্ছে মিঠাইয়ে।

সম্প্রতি মিঠাই তে দেখা গিয়েছিল জনপ্রিয় অভিনেত্রী আইন্দ্রি রায়কে। রোহিণী চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল। যে কারণে মিঠাইয়ারসিডির সম্পর্ক আগের মত সুশৃংখল হয়ে উঠেছিল। শোনা যাচ্ছে আরো এক নতুন চরিত্র আসতে চলেছে অভিনেত্রীর গৌরী দত্তের মাধ্যমে। যাকে এর আগে আলতা ফরিং, অপরাজিতা ইত্যাদি ধারাবাহীকে অভিনয় করতে দেখা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments