অসুস্থতা যেন পিছুই ছাড়ে না সামান্থা রুথ প্রভুর! মানসিকভাবে অভিনেত্রীকে কাবু করতে না পারলেও শারীরিকদিক থেকে অসুস্থতা কাবু করে রেখেছে তাঁকে। ফের বিছানায় শয্যাশায়ী তারকা। সমাজমাধ্যমে নিজেই জানালেন অসুস্থতার কথা। চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছেন তিনি। ব্যথায় কাতর সামান্থা দ্রুত উপশম পেতে ‘রেড লাইট থেরাপি’ নিচ্ছেন। সম্প্রতি তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি স্টোরি শেয়ার করেছেন অভিনেত্রী। ছবিতে সামান্থা দাঁড়িয়ে একটি ‘রেড লাইট থেরাপি রুম’-এর সামনে। ক্যাপশনে লেখা, ‘আমার অস্থিসন্ধিগুলো এর থেকে খুশি আর হতে পারে না এই সময়।’ অভিনেত্রীর দ্রুত আরোগ্যের কামনা করেছেন অনুরাগীরাও।