বিছানায় শয্যাশায়ী অবস্থা, ভুগছেন বেডসোরের কষ্টে! ফের অসুস্থ অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়। সমাজমাধ্যমে দুঃসংবাদ জানিয়েছেন ভাস্বর চট্টোপাধ্যায়। সদ্যই নিজ বাড়িতে পড়ে গিয়ে আহত হয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী। ভেঙেছে পাঁজরের হাড়। এখন কেমন আছেন তিনি? যোগাযোগ করা হয়েছিল অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়ের সঙ্গে। তিনি জানান কয়েকদিন আগেই বাড়িতে পড়ে গিয়ে পাঁজর ভেঙে ফেলেছিলেন তিনি। সেখানে রক্ত জমাট বাঁধে। হাসপাতালেও ভর্তি করানো হয়েছিল বাসন্তী দেবীকে। সেখান থেকে বাড়ি ফিরে এলেও ফাঙ্গাল ইনফেকশন ছড়িয়ে গিয়ে শরীরের পিছনের দিকে বেডসোরের মতো হয়ে গিয়েছে বর্ষীয়ান অভিনেত্রীর। যার কারণে হাঁটাচলা প্রায় দুষ্করই হয়ে উঠেছে বলা চলে। অভিনেতা বলেন, “আমার সঙ্গে কথা হয়েছে। ডাক্তার বলেছেন হাসপাতালে ভর্তি করার প্রয়োজন নেই। বাড়ি থেকেই চিকিৎসা হবে। যদিও বেডসোর সেরে ওঠা না পর্যন্ত পুরোপুরি সুস্থ তো বলা চলে না। যন্ত্রণায় রয়েছেন তিনি। হাঁটতেও পারছেন না। মূত্রত্যাগেও সমস্যা হচ্ছে।” পাশাপাশি চিকিৎসার সঙ্গে জড়িয়ে রয়েছে আর্থিক সমস্যাও। ভাস্বর চট্টোপাধ্যায় আর্থিক সাহায্যের জন্য সমাজমাধ্যমেই পোস্ট করেছেন অভিনেত্রীর ব্যাঙ্ক সংক্রান্ত যাবতীয় তথ্য। তিনি জানান ইন্ডাস্ট্রির অনেকেই এগিয়ে এসেছেন আর্থিক সাহায্যের জন্য। সর্বসমক্ষে কৃতজ্ঞতা জানিয়েছেন পরিচালক স্নেহাশিস চক্রবর্তীকেও। অভিনেতা বলেন, “স্নেহাশিসদার কথা নতুন করে বলার নেই। তিনি প্রথম থেকেই সাহায্য করেছেন। এছাড়া ইন্ডাস্ট্রির বহু মানুষ সরাসরি অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেন।”