Wednesday, June 7, 2023
HomeUncategorizedঅস্কারজয়ী গুণিত মোঙ্গার সঙ্গে ওটিটিতে জুটি বাঁধলেন করণ জোহার! জন্মদিনে বড় ঘোষণা...

অস্কারজয়ী গুণিত মোঙ্গার সঙ্গে ওটিটিতে জুটি বাঁধলেন করণ জোহার! জন্মদিনে বড় ঘোষণা পরিচালকের 

 

 

প্রযোজক করণ জোহার এবং গুণিত মোঙ্গা এক নতুন ওয়েব সিরিজ গিয়ারাহ গিয়ারাহ নিয়ে আসতে চলেছেন। এই ওয়েব সিরিজের প্রধান ভূমিকায় রয়েছেন কৃতিকা কামরা, ধইযা কারুয়া এবং রাঘব জুয়াল। জি ৫ এ এই প্রথম ড্রামাটিক এবং এন্টারটেইনমেন্ট ওয়েব সিরিজ আসছে।

 

ধর্মা প্রোডাকশনের কর্ণধার করণ জোহার বলেছেন তিনি শিক্ষা এন্টারটেইনমেন্টের সঙ্গে সহযোগিতা করতে খুবই উচ্ছ্বাসিত। তিনি আরো বলেন তিনি দর্শকদের সবসময়ই অনুপ্রেরণা দিতে বিনোদন দিতে চ্যালেঞ্জ পড়ার মতন গল্প উপহার দিতে খুবই ভালোবাসেন। আবার পরিচালক উমেশ তার এই উচ্ছ্বাস প্রকাশ করে বলেছেন তিনি তার দলের একজন অংশ হতে পেরে খুবই খুশি। তিনি বলেন যাদের সিনেমার প্রতি আগ্রহ আছে এই ওয়েব সিরিজটি তাদেরকে অনেক কিছু শেখাবে।

 

ধর্ম প্রডাকশনের সঙ্গে সহযোগিতা করতে পেরে গুণিত মোঙ্গা বলেছেন, রোমাঞ্চিত প্রভাবশালী এবং অবিস্মরণীয় ওয়েব সিরিজটি তৈরি করতে তাদের মিলিত দক্ষতা এবং অভিজ্ঞতা একত্রিত করতে চান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments