More
    Homeসিনে দুনিয়াঅস্কারের দৌড়ে পাত্তাই পেল না কিরণ রাওয়ের 'লাপাতা লেডিস'

    অস্কারের দৌড়ে পাত্তাই পেল না কিরণ রাওয়ের ‘লাপাতা লেডিস’

    অস্কারের দৌড়ে পাত্তাই পেল না কিরণ রাওয়ের ‘লাপাতা লেডিস’। এরপরই প্রশ্ন উঠে গেল ভারতের ফিল্ম ফেডারেশনের ছবি নির্বাচনের যোগ্যতা নিয়ে। ৯৭তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে ভারত থেকে মনোনীত করা হয়েছিল আমির খান প্রযোজিত সিনেমা ‘লাপাতা লেডিস’কে। তা নিয়ে হইচইও চলছিল। অনেকে ভেবেছিলেন সেরা আন্তর্জাতিক সিনেমা বিভাগের চূড়ান্ত মনোনয়নে হয়তো জায়গা করে নিতে পারবে সিনেমাটি। কিন্তু ১৫টি ছবির সংক্ষিপ্ত তালিকায় ঠাঁই হয়নি। এরপরই কার্যত ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রতি তোপ দেগেছেন পরিচালক হংসল মেহতা ও সঙ্গীত সুরকার রিকি কেজ। হংসল সমাজমাধ্যমে লিখেছেন, ‘ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া এটা আবার করে! যাদের স্ট্রাইক রেট, বছরের পর বছর চলচ্চিত্র নির্বাচন অনবদ্য। আমরা কবে বুঝতে পারব.. বছরের পর বছর.. আমরা ভুল ছবি বেছে নিচ্ছি। ‘মূলধারার বলিউড’ সিনেমার বাইরে আমরা ভাবতেই পারিনা।পুরো ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়ার সংস্থাকে ব্যান করাই উচিত।’ রিকি সমাজমাধ্যমে লেখেন, ‘এটা খুব ভালভাবে তৈরি, বিনোদনমূলক চলচ্চিত্র (যা আমি উপভোগ করেছি), কিন্তু সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে ভারতের প্রতিনিধিত্ব করার জন্য একেবারে ভুল পছন্দ ছিল। যারমধ্যে পুরস্কার জেতার কোনও গুনই ছিল না।’ পাশাপাশি অনেকেই পায়েল কাপাডিয়ার অল উই ইমাজিন অ্যাজ লাইট নির্বাচন না করার এফএফআইয়ের সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তোলেন।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments