অস্কারের মঞ্চে সেরার শিরোপা এড্রিয়ান ব্রডির মাথায়। নাম ঘোষণা হতেই অভিনেতা এগিয়ে গেলেন মঞ্চের দিকে। মুখে ছিল চিউইং গাম। মঞ্চে ওঠার আগেই ঘুরে দাঁড়ালেন পেছন দিকে। তার পর মুখ থেকে চিউইং গাম বের করে প্রেমিকা জর্জিনা চ্যাপম্যানের দিকে তা ছুড়ে মারেন এড্রিয়ান। ব্যস! তাতেই ঘটল বিপত্তি। সমাজমাধ্যমে অস্কার-জয়ী অভিনেতাকে ঘিরে সমালোচনার ঢেউ।
সমাজমাধ্যমে এড্রিয়ানের যে ভিডিয়ো ছড়িয়ে পড়েছে, সেখানে দেখা যাচ্ছে, মঞ্চে ওঠার আগে মুখ থেকে চিউইং গাম বের করে প্রেমিকা জর্জিনা চ্যাপম্যানের দিকে তা ছুড়ে মারেন এড্রিয়ান। জর্জিনাও এগিয়ে এসে সেই ক্যাচ লুফে নেন। আর তার পরেই সমাজমাধ্যমে অভিনেতার বিরুদ্ধে নানা তির্যক মন্তব্য ধেয়ে এসেছে। তবে আবার এর মধ্যেই প্রেমিকা জর্জিনার প্রতি ভালবাসার বহিঃপ্রকাশও দেখেছেন কেউ কেউ।
৯৭তম অস্কারে ‘দ্য ব্রুটালিস্ট’ ছবির জন্য সেরা অভিনেতার শিরোপা পেয়েছেন এড্রিয়ান ব্রডি।